সংবাদ
১৮ই ফেব্রুয়ারী ১৯৬৭
৬-দফা দিবসে জিঞ্জিরায় কর্মীসভা
ঢাকা, ১৭ই ফেব্রুয়ারী।-গতকাল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের এক প্রেস রিলিজে বলা হয় যে, ৬-দফা দাবী দিবস উপলক্ষে গত ১৩ই ফেব্রুয়ারী জিঞ্জিরা ইউনিয়ন আওয়ামী লীগ কর্মীদের এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পৌরােহিত্য করেন জনাব শহীদুল হক। ইউনিয়নের বিভিন্ন এলাকা হইতে বহু সংখ্যক আওয়ামী লীগ কর্মী ও সমর্থক উক্ত সভায় যােগদান করেন।
জনাব রমিজুদ্দিন, জনাব দেলওয়ার হােসেন ও জনাব হায়দর আলী প্রমুখ আওয়ামী লীগের বিশিষ্ট কর্মীসভায় বক্তৃতা করেন। ছয়দফা দাবী কার্যকরী না হওয়া পর্যন্ত সংগ্রাম চালাইয়া যাওয়ার জন্য সভায় পুনরায় সংকল্প গ্রহণ করা হয়। সভায় গৃহীত এক প্রস্তাবে শেখ মজিবুর রহমান ও ইত্তেফাক সম্পাদক তফাজ্জল হােসেনসহ সকল রাজবন্দীর মুক্তি ও অবিলম্বে দেশ হইতে জরুরী অবস্থা প্রত্যাহারের দাবী জানান হয়। সভায় অপর এক প্রস্তাবে নিউ নেশন প্রেসের উপর হইতে বাজেয়াপ্তিকরণ আদেশ প্রত্যাহারের দাবী জানান হয় এবং দেশের বর্তমান খাদ্য সংকটের জন্য উদ্বেগ প্রকাশ করা হয়।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব