You dont have javascript enabled! Please enable it! 1967.02.18 | শহীদ দিবস উদযাপন কল্পে মুক্তাগাছায় আহূত সর্বদলীয় বৈঠকে রাজবন্দীদের মুক্তি দাবী | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
১৮ই ফেব্রুয়ারী ১৯৬৭

শহীদ দিবস উদযাপন কল্পে মুক্তাগাছায় আহূত
সর্বদলীয় বৈঠকে রাজবন্দীদের মুক্তি দাবী

মুক্তাগাছা, ১৬ই ফেব্রুয়ারী (নিজস্ব সংবাদদাতা)।- মুক্তাগাছা থানা আওয়ামী লীগ সভাপতি মৌলভী ইয়াকুব আলীর সভাপতিত্বে আসন্ন শহীদ দিবস উদযাপনকল্পে আহূত সর্বদলীয় বৈঠকে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমান ও ‘ইত্তেফাক’ সম্পাদক জনাব তফাজ্জল হােসেনসহ সকল রাজবন্দীর আশু ও বিনাশর্তে মুক্তির দাবী জানান হইয়াছে।
সভায় আওয়ামী লীগ, ন্যাপ, কাউন্সিল মুসলিম লীগ, বিভিন্ন শ্রমিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিগণ যােগদান করেন। মুক্তাগাছা থানা ন্যাপ আহ্বায়ক জনাব মােঃ আবদুর রশীদকে (কালা মিঞাকে) সভাপতি, জনাব তালেব আলীকে সম্পাদক এবং থানা আওয়ামী লীগ সহকারী সম্পাদক শ্রী সুভাষ চন্দ্র রক্ষিতকে কোষাধ্যক্ষ নির্বাচিত করিয়া ‘সর্বদলীয় শহীদ দিবস উদযাপন কমিটি’ নামে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটি আসন্ন শহীদ দিবসে সারাদিনের এক ব্যাপক কর্মসূচী গ্রহণ করিয়াছে।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব