You dont have javascript enabled! Please enable it! 1967.02.22 | নেত্রকোনায় আওয়ামী লীগের জনসভা | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
২২শে ফেব্রুয়ারী ১৯৬৭

নেত্রকোনায় আওয়ামী লীগের জনসভা

নেত্রকোনা, ২০শে ফেব্রুয়ারী (নিজস্ব সংবাদদাতা)।- মহকুমা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় মােক্তার পাড়ার মাঠে এক জনসভা অনুষ্ঠিত হয়। মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায়, ছয় দফা আন্দোলনের অগ্রগতি, অধিক খাদ্যশস্য ফলাও আন্দোলনের প্রধান অন্তরায়-ক্রুগ মিশনের রিপাের্ট কার্যকরী না করার, সমস্ত রাজবন্দীর মুক্তি, নিত্যব্যবহার্য জিনিসপত্রের মূল্য বৃদ্ধি, দেশব্যাপী পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু, সংবাদপত্রের স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধার সম্পর্কে আলােচনা করিয়া বক্তৃতা করেন জনাব আবদুল কুদুস, জনাব সেকান্দর আলী নূরী, জনাব হাবিবুর রহমান প্রমুখ আওয়ামী লীগ নেতা।
সভায় শেখ মুজিবর রহমান, নেত্রকোনা মহকুমা আওয়ামী লীগ সভাপতি জনাব আবদুল মমিন এডভােকেট ও শহর কমিটির সদস্যসহ সমস্ত রাজবন্দীর মুক্তি, ইত্তেফাক সম্পাদক জনাব তফাজ্জল হােসেনের অসুস্থতার উদ্বেগ প্রকাশ এবং তাহার আশুমুক্তি, সমস্ত সাংবাদিক বন্দীর মুক্তি, ইত্তেফাক পত্রিকার বাজেয়াপ্তিকরণ আদেশ প্রত্যাহার, ২৫ বিঘা জমির কর মওকুফ, সার্টিফিকেট যােগে বিভিন্ন প্রকার খাজনা ও ট্যাক্স আদায় বন্ধ, দেশরক্ষা ও জরুরী আইন প্রত্যাহার, শ্রমিক স্বার্থবিরােধী আইন বাতিলের দাবী জানাইয়া কতিপয় প্রস্তাব গৃহীত হয়।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব