You dont have javascript enabled! Please enable it! 1967.03.05 | শেখ মুজিবের বিরুদ্ধে আর একটি মামলা | দৈনিক পূর্বদেশ - সংগ্রামের নোটবুক

দৈনিক পূর্বদেশ
৫ই মার্চ ১৯৬৭

শেখ মুজিবের বিরুদ্ধে আর একটি মামলা

গত সােমবার ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের এজলাসে রাষ্ট্রদ্রোহিতার অভিযােগে শেখ মুজিবরের বিরুদ্ধে আরাে একটি মামলার শুনানী শুরু হয়েছে।
পিপিএ পরিবেশিত খবরে আওয়ামী লীগের এক প্রেস রিলিজের উদ্ধৃতি দিয়ে বলা হয় যে, ১৯৬৪ সালের ২৯ শে মার্চ আউটার স্টেডিয়ামে রাষ্ট্রবিরােধী বক্তৃতা দেয়ায় ঢাকার তদানীন্তন পুলিশ সুপারিন্টেন্ডেন্ট তাঁর বিরুদ্ধে এই মামলা দায়ের করেন।
সরকারপক্ষ থেকে সেন্ট্রাল জেলের মধ্যে এই মামলা পরিচালনার আবেদন জানান। পাকিস্তান রক্ষা আইনবলে শেখ মুজিবকে এই জেলে আটক রাখা হয়েছে।
ম্যাজিষ্ট্রেটের এই আবেদন মেনে নিয়ে ২৭শে মার্চ থেকে সেন্ট্রাল জেলের ভিতরে এই মামলার শুনানী অনুষ্ঠানের নির্দেশ দেন।
শেখ মুজিবের পক্ষে মামলা পরিচালনা করেন এডভােকেট জনাব আবুল হােসেন ও এডভােকেট জনাব মােহাম্মদ উল্লাহ।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব