You dont have javascript enabled! Please enable it!

সংবাদ
৯ই মার্চ ১৯৬৭

হাটহাজারীর গ্রামাঞ্চলে আওয়ামী লীগের জনসভা

চট্টগ্রাম, ৮ই মার্চ (সংবাদদাতা)। -সম্প্রতি হাটহাজারী থানার সমিতির হাটে আওয়ামী লীগের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সদ্য কারামুক্ত চট্টগ্রাম জেলা আওয়ামী লীগ সম্পাদক জনাব আঃ আজিজ বক্তৃতা প্রসঙ্গে শেখ মুজিবর রহমান ও জনাব তফাজ্জল হােসেনসহ বিনাবিচারে আটক রাজবন্দীদের মুক্তির দাবীতে বিরােধী দলগুলি কর্তৃক সম্মিলিতভাবে একটি বন্দীমুক্তি দিবস পালনের উপর গুরুত্ব আরােপ করিয়া বলেন যে, বহু দেশপ্রেমিক রাজনৈতিক নেতা, কর্মী ও সাংবাদিক আজ কারাপ্রাচীরের অন্তরালে দুর্বিষহ জীবনযাপন করিতেছেন। তিনি দলীয় গণ্ডীর সীমারেখা পরিহার করিয়া মানবতার খাতিরে এইসব দেশপ্রেমিকের বন্দীজীবন অবসানের দাবীতে নিয়মতান্ত্রিক পন্থায় গণ-আন্দোলন শুরু করার জন্য সুস্পষ্ট ও শক্তিশালী কর্মসূচী গ্রহণের জন্য আহ্বান জানান।
জনাব আজিজ বন্যা ও দুর্ভিক্ষকবলিত উপকূলবর্তী এলাকাসমূহের সর্বহারা মানুষকে বাঁচবার প্রশ্নে লবণের উপর হইতে সমুদয় ট্যাক্স প্রত্যাহারের দাবী জানান। তিনি দুস্থমার কৃষকদের উপর হইতে কাটি ট্যাক্স প্রত্যাহারের দাবী জানান।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!