You dont have javascript enabled! Please enable it!

সংবাদ
১৩ই ফেব্রুয়ারী ১৯৬৭

ভাট মসজিদে ন্যাপের উদ্যোগে জনসভা
আঞ্চলিক স্বায়ত্তশাসন ও সকল রাজবন্দীর আশু মুক্তি দাবী
(নিজস্ব বার্তা পরিবেশক)

গতকল্য রবিবার অপরাহ্নে স্বায়ত্তশাসন, খাদ্য ও বন্দীমুক্তির দাবীতে ন্যাশনাল আওয়ামী পার্টির হাজারীবাগ ও লালবাগ এলাকার কর্মীবৃন্দের উদ্যোগে ভাট-মসজিদ ক্রিসেন্ট ক্লাব প্রাঙ্গণে এক জনসভা অনুষ্ঠিত হয়। সভায় উক্ত এলাকার বহুসংখ্যক লােকের সমাবেশ ঘটে। ঢাকা শহর ন্যাপের সাধারণ সম্পাদক জনাব ওসমান গণি সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তৃতা করেন প্রাদেশিক ন্যাপের সাধারণ সম্পাদক জনাব আলতাফ হােসেন, কেন্দ্রীয় ন্যাপের যুগ্ম-সম্পাদক জনাব মহিউদ্দিন আহমেদ, ন্যাপ কেন্দ্রীয় কমিটির সদস্য দেওয়ান মাহবুব আলী, ঢাকা জেলা ন্যাপের সহ-সভাপতি জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী, জনাব ওয়াহিদুল হক, জনাব আবু হামেদ শাহাবুদ্দিন ও জনাব আবদুস সবুর। সভায় গৃহীত প্রস্তাবে পূর্ব পাকিস্তানকে পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন ও পশ্চিম পাকিস্তানে ভাষাভিত্তিক প্রদেশ গঠন, রেশনে চাউলের মূল্য ২০ টাকা ও গমের মূল্য ১০ টাকা ধার্য করিয়া সারা প্রদেশে পূর্ণ রেশনিং প্রথা চালু, বিদেশ হইতে খাদ্যশস্য আমদানীর ব্যবস্থা করিয়া সরবরাহ পরিস্থিতিকে স্বাভাবিক করার ন্যাপের যুগ্ম-সম্পাদক জনাব আবদুল হালিম, আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবর রহমান, কৃষক সমিতির সহ-সভাপতি শ্রী অমূল্য লাহিড়ী, সাংবাদিক শ্রী সত্যেন সেন, শ্রী রণেশ দাশগুপ্ত এবং ইত্তেফাক সম্পাদক জনাব তফাজ্জল হােসেনসহ দেশরক্ষা ও নিরাপত্তা আইনে আটক সকল রাজবন্দীর অবিলম্বে মুক্তির দাবী জানানাে হয়। ইহা ছাড়া জরুরী অবস্থা প্রত্যাহার, সার্বজনীন ভােটাধিকার, প্রত্যক্ষ নির্বাচন চালু,পার্লামেন্টারী গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, বাকস্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতাসহ জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবী জানাইয়া কতিপয় প্রস্তাব গ্রহণ করা হয়। অপর এক প্রস্তাবে শহরে নালা-নর্দমা পয়ঃপ্রণালী পরিষ্কার রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবী জানানাে হয়। সভায় পশ্চিম পাকিস্তান ন্যাপ নেতা ও কর্মী গ্রেফতারের নিন্দা জানানাে হয়।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!