সংবাদ
১৬ই ডিসেম্বর ১৯৬৬
মুক্তাগাছায় আওয়ামী লীগের জনসভা
মুক্তাগাছা, ১৩ই ডিসেম্বর (নিজস্ব সংবাদদাতা)।-এখান হইতে চার মাইল দূরবর্তী লক্ষ্মীপুরে অনুষ্ঠিত এক বিরাট জনসভায় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ সভাপতি জনাব শেখ মুজিবর রহমান, সাধারণ সম্পাদক জনাব তাজুদ্দিন আহমদ, ইত্তেফাক’ সম্পাদক জনাব তফাজ্জল হােসেন, অসুস্থ। আওয়ামী লীগ নেতা জনাব খােন্দকার মােশতাক আহমদ, জনাব জহুর আহমদ চৌধুরী, পূর্ব পাক আওয়ামী লীগ প্রচার সম্পাদক এ্যাডভােকেট আবদুল মােমেন, প্রাক্তন অর্থমন্ত্রী শ্ৰীমনােরঞ্জন ধর, শ্রী নগেন সরকার, শ্রী রবি নিয়ােগী, শ্রী অজয় রায়, শ্রী জ্যোতিষ বসু, জনাব আবদুর রহমান সিদ্দীক ও জনাব মােহাম্মদ আলী মােক্তার সহ সকল রাজবন্দীর আশু ও বিনাশর্তে মুক্তির জোর দাবী জানান হয়। অপর এক প্রস্তাবে রেশনের চাউলের মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা করিয়া অনতিবিলম্বে রেশনের চাউল মণপ্রতি বিশ টাকা ও আটা মণপ্রতি দশ টাকা ধার্য করার জোর দাবী জানান হয়। সভায় গৃহীত অপরাপর প্রস্তাবে ৬-দফার প্রতি অকুণ্ঠ সমর্থন, নিউ নেশন প্রিন্টিং প্রেসের বাজেয়াপ্তি প্রত্যাহার দাবী, ইত্তেফাকের পুনঃপ্রকাশের অনুমতি দানের দাবী, জরুরী আইন প্রত্যাহার, নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যাদির মূল্য হ্রাসের দাবী ও মুক্তাগাছা থানার কেন্দ্রস্থলে অনতিবিলম্বে একটি হেলথ সেন্টার স্থাপনের জোর দাবী জানান হয়।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব