সংবাদ
২৮শে সেপ্টেম্বর ১৯৬৬
গৌরীপুরে আওয়ামী লীগের সভা
গৌরীপুর (ময়মনসিংহ), ২৭শে সেপ্টেম্বর (নিজস্ব সংবাদদাতা)।- গৌরীপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জনাব হাতেম আলী বক্তৃতা করেন।
সভায় গত ৭ই জুন পুলিশের গুলীতে নিহত ব্যক্তিদের আত্মার মাগফেরাত কামনা করা হয় ও নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ দানের দাবী জানানাে হয়।
সভায় এক প্রস্তাবে সরকারের ভ্রান্ত খাদ্য নীতির তীব্র সমালােচনা করা হয়। অপর এক প্রস্তাবে শেখ মুজিবর রহমানসহ সমস্ত রাজবন্দীর তাণ্ড মুক্তি, ইত্তেফাকের উপর হইতে সমস্ত বিধিনিষেধ প্রত্যাহার প্রভৃতি দাবী জানানাে হয়।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব