You dont have javascript enabled! Please enable it!

দৈনিক পয়গাম
১০ই আগস্ট ১৯৬৬

ঢাকা হাইকোর্টের বিশেষ বেঞ্চের রায়
মুজিব, তােফাজ্জল হােসেন ও অপর দুই ব্যক্তির
আটক কার্যক্রম বহাল

ঢাকা, ৯ই আগষ্ট।-সরকার পাকিস্তান প্রতিরক্ষা বিধিবলে শেখ মজিবর রহমান, ইত্তেফাক সম্পাদক তােফাজ্জল হােসেন এবং অপর দুই ব্যক্তিকে আটক করিয়া যে কার্যক্রম গ্রহণ করেন, ঢাকা হাইকোর্টের বিশেষ বেঞ্চ অদ্য তাহা বহাল রাখেন।
বিশেষ বেঞ্চ সর্বসম্মতিক্রমে নুরুল ইসলাম চৌধুরীর আটককে অবৈধ ঘােষণা করিয়াছেন এবং উহা বাতিল করিয়া দেন।
মাননীয় আদালত এই মর্মে অভিমত প্রকাশ করেন যে, শেখ মুজিব, জনাব টি হােসেন, জনাব তাজুদ্দীন এবং জনাব খােন্দকার মুস্তাককে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক গ্রেফতারের বৈধ কারণ রহিয়াছে। মাননীয় আদালত এই মর্মে আরও অভিমত প্রকাশ করেন যে, ইহা বলা ঠিক হইবে না যে, আটক নির্দেশের পক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন তথ্য প্রমাণ নাই।
মাননীয় আদালত বলেন যে, তথ্যপ্রমাণাদি সংক্রান্ত দলিলসমূহও আদালতে পেশ করা হইয়াছে।
বিচারপতি জনাব বি, এ, সিদ্দিকী, বিচারপতি জনাব এম, আর, খান, বিচারপতি জনাব সালাউদ্দীন, বিচারপতি জনাব সােয়েম এ-সম্পর্কে সরকারী কার্যক্রম বহাল রাখেন। পক্ষান্তরে, বিচারপতি জনাব আব্দুল্লাহ তাহাদের সঙ্গে একমত হইতে পারেন নাই।
জননিরাপত্তা ও জনশৃঙ্খলা, জরুরী সরবরাহ ও সার্ভিস অক্ষুন্ন রাখার পক্ষে ক্ষতিকারক কোন কার্যক্রম হইতে বিরত রাখার উদ্দেশ্যেই তাহাদের গ্রেফতার করা হয়।
জনাব টি, হােসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে মাননীয় আদালত তাঁহাকে সুপ্রীম কোর্টে আপিলের অনুমতি দান করেন। -এ, পি, পি

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!