You dont have javascript enabled! Please enable it!

সংবাদ
৩০শে আগষ্ট ১৯৬৬

মিসেস আমেনা বেগমের বিবৃতি
স্বাস্থ্যগত কারণে শেখ মুজিবের মুক্তি দাবী
(নিজস্ব বার্তা পরিবেশক)

পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা মিসেস আমেনা বেগম স্বাস্থ্যগত কারণে প্রাদেশিক আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবর রহমানের আশু মুক্তি দাবী করিয়াছেন। গতকাল (সােমবার) নির্ভরযােগ্য মহলের উদ্ধৃতি দিয়া সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে মিসেস আমেনা বেগম বলেন যে, কারারুদ্ধ আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমান অর্শ, গ্যাস্ট্রিক, পেটের ব্যথা ও জ্বরে আক্রান্ত হইয়াছেন বলিয়া জানা গিয়াছে। ইহার উপর শেখ সাহেবকে নির্জন কারাকক্ষে আবদ্ধ রাখায় তাহার মানসিক ভারসাম্য বিলুপ্ত হওয়ার সমূহ আশঙ্কা দেখা দিয়াছে। কারাগারে উপরােক্ত জটিল রােগসমূহের চিকিৎসা অসম্ভব বিধায় অবিলম্বে তিনি (মিসেস আমেনা বেগম) তাহাকে মুক্তিদানের দাবী জানাইয়াছেন। মিসেস আমেনা বেগম বলেন যে, অবিলম্বে শেখ মুজিবর রহমানকে মুক্তিদান না করিলে খােদা না। খাস্তা যদি কোন অপ্রীতিকর ও অবাঞ্ছিত ঘটনার উদ্ভব হয়, তজ্জন্য সরকারকেই দায়ী হইতে হইবে।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!