মওলানা আবদুর রশীদ তর্কবাগীশের
বক্তৃতার অংশবিশেষ (পার্লামেন্টে)
Maulana Abdur Rashid Tarkabagish : জনাব স্পিকার সাহেব, প্রশ্নোত্তরের পূর্বে আমি আপনার কাছে একটি নিবেদন করতে চাই। যখন দেশের ছাত্ররা, যারা আমাদের ভাবী আশা ভরসার স্থল, পুলিশের গুলির আঘাতে জীবন লীলা সাঙ্গ করছে, সেই সময় আমরা এখানে বসে সভা করতে চাই না। প্রথমে enquiry তারপর হাউস চলবে। ..
Mr. Speaker : Order, Order. I hope you will proceed according to the rules of business of the House :
Maulana Abdur Rashid Tarkabagish : Leader of the House ovost গিয়ে দেখে এসে বিবৃতি দেবেন তা না হলে আমরা House চলতে দেব না। সেখানে কি অবস্থা হয়েছে আগে জানতে চাই। …
Mr. Speaker : I hope honorable members will proceed in a regular way. If the members want to bear with the leader of the House in the matter, I would ask him if he has got anything to say.
| Maulana Abdur Rashid Tarkabagish : আপনার order বুঝি না আপনার order মানব না।… Leader of the house প্রথমে গিয়ে দেখে এসে বিবৃতি দেবেন তারপর Assembly বসবে।…
Mr. Speaker : Order, Order, you have no right to disobey the chair. Please take your seat.
Maulana Abdur Rashid Tarkabagish : Leader of the House onest গিয়ে দেখে এসে বিবৃতি দিবেন তারপর House কাজ চলবে।…
Mr. Speaker : Order, Order, Do you mean to say that you will not allow anybody else to speak? You are obstructing the proceedings of the House.
Maulana Abdur Rashid Tarkabagish : Leader of the House fact enquiry করে আসুন, তারপর House বসবে তার পূর্বে নয়।
Mr. Speaker : Order, Order. Mr. Tarkabagish I am very sorry. I may be compelled to take action under rule 16(2) of the East Bengal Legislative Assembly Procedure rules, if you do not obey the chair.
Maulana Abdur Rashid Tarkabagish : CT catant action Falco পারেন। আমাদের দাবি Leader of the House গিয়ে দেখে এসে বলুন পরিস্থিতি কি?
Mr. Speaker : Order, Order, Please take your seat. I request you not to prevent others from speaking…
(The House was then adjourned for fifteen minutes). (After adjournment)
Maulana Abdur Rashid Tarkabagish : যখন আমাদের বক্ষের মানিক, আমাদের রাষ্ট্রের ভাবি নেতা ৬ জন ছাত্র রক্ত শয্যায় শায়িত তখন আমরা পাখার নিচে বসে হাওয়া খাব এ আমি বরদাস্ত করতে পারি না। আমি জালেমের এই জুলুমের প্রতিবাদে পরিষদ গৃহ পরিত্যাগ করছি এবং মানবতার দোহাই দিয়া আপনার মধ্যতায় সকল মেম্বরের কাছে পরিষদ গৃহত্যাগে আবেদন জানাচ্ছি।
সূত্র: ভাষা আন্দোলনের ইতিহাস ও দলিল – সাহিদা বেগম