You dont have javascript enabled! Please enable it! 1966.06.11 | মাইজদীকোর্টে আওয়ামী লীগের সভা মাইজদী কোর্ট | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
১১ই জুলাই ১৯৬৬

মাইজদীকোর্টে আওয়ামী লীগের সভা মাইজদী কোর্ট

(নােয়াখালী), ১০ই জুলাই।-সম্প্রতি মৃধার হাটে আওয়ামী লীগের উদ্যোগে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর মহকুমা আওয়ামী লীগের সহকারী সম্পাদক জনাব মকবুল আহমদ। বক্তৃতা করেন সদর থানা আওয়ামী লীগের সম্পাদক জনাব গােলাম হালীম সভাপতি তাহার ভাষণে দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সংকটময় খাদ্য পরিস্থিতি সম্পর্কে আলােচনা করেন। সভায় নিম্নোক্ত প্রস্তাবসমূহ গৃহীত হয়ঃ
১। এই সভা শেখ মুজিবর রহমানসহ সকল রাজবন্দীর মুক্তি দাবী করিতেছে।
২। এই সভা অনতিবিলম্বে নােয়াখালী জেলাকে দুর্ভিক্ষ এলাকা ঘােষণা করতঃ পূর্ণ রেশনিং ব্যবস্থার দাবী জানাইতেছে।
৩। এই সভা ১৯৫৮ সালের নােয়াখালী বন্যা বিধ্বস্ত লােকদের খাজনা ও ঋণ মওকুফ করিয়া দেওয়ার দাবী জানাইতেছে।
৪। এই সভা কেরােসিন তৈল, লবণ ও কাপড়ের উপর নূতন কর ধার্যের তীব্র নিন্দা করিতেছে, এবং নূতন কর উঠাইয়া দেওয়ার দাবী করিতেছে।
৫। এই সভা দৈনিক ইত্তেফাকের মুদ্রণালয় নিউনেশান প্রেস বন্ধ করিয়া দেওয়ায় ক্ষোভ প্রকাশ করিতেছে এবং উক্ত আদেশ প্রত্যাহার করার জন্য সরকারের নিকট জোর দাবী জানাইতেছে।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব