দৈনিক পাকিস্তান
১৮ই মে ১৯৬৬
শেখ মুজিবের মুক্তি দাবী
মুন্সীগঞ্জ, ১৫ই মে। সম্প্রতি এখানে মুন্সীগঞ্জ মহকুমা আওয়ামী লীগ কার্যনির্বাহক কমিটির এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ আওয়ামী লীগ সভাপতি জনাব শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিভিন্ন বক্তা শেখ মুজিবর রহমান ও অন্যান্য আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সকল রাজবন্দীর মুক্তি দাবী করা হয়।
উক্ত সভায় দেশের বৃহত্তর ঐক্যের স্বার্থে ৬-দফা কর্মসূচী বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান হয়। পাবনা। পাবনা, ১৫ই মে (নিজস্ব সংবাদদাতা প্রেরিত)। সম্প্রতি পাবনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় টাউন হল ময়দানে এক জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় সাবেক প্রাদেশিক মন্ত্রী জনাব মনসুর আলী, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জনাব আমিন উদ্দীন উকিল ও পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আমজাদ হােসেন শেখ মুজিব ও অন্যান্য আওয়ামী লীগ নেতার গ্রেফতারের তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং অবিলম্বে সকল রাজবন্দীসহ তাহাদের মুক্তি দাবী করা হয়।
সভায় গৃহীত এক প্রস্তাবে প্রদেশের খাদ্য পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব