You dont have javascript enabled! Please enable it!

দৈনিক ইত্তেফাক
১৭ই মে ১৯৬৬

আটক নেতৃবৃন্দের মুক্তি চাই
প্রতিবাদ দিবসে প্রদেশবাসীর দাবী

ময়মনসিংহ, ১৫ই মে শেখ মুজিবর রহমান, তাজুদ্দীন আহমদ, খােন্দকার মুশতাক এবং আওয়ামী লীগের অন্যান্য নেতার গ্রেফতারের প্রতিবাদে গত ১৩ই মে জামালপুর টাউনে এক বিরাট জনসভা অনুষ্ঠিত হয়। ইহাতে সভাপতিত্ব করেন জামালপুর মহকুমা আওয়ামী লীগের প্রেসিডেন্ট জনাব আবদুল হাকিম। জনসভার প্রস্তাবে নেতৃবৃন্দের গ্রেফতারের তীব্র নিন্দা করিয়া অবিলম্বে তাঁহাদের মুক্তি দাবী করা হয়। প্রস্তাবে ৬-দফার প্রতি পূর্ণ সমর্থন জানান হয়। খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যাদির উচ্চমূল্যে উদ্বেগ প্রকাশ করিয়া ইহার প্রতিকারের জন্য সভা দাবী জানায়। সভা জরুরী আইন ও টেণ্ডুপাতা অর্ডিন্যান্স প্রত্যাহারের জন্য দাবী করে। -সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জ
গত ১৩ই মে এখানে প্রতিবাদ দিবস পালিত হয়। এই উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ মহকুমা আওয়ামী লীগের প্রেসিডেন্ট জনাব রইসুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জনসভায় বলা হয় যে, বর্তমান অগণতান্ত্রিক সরকার দেশরক্ষা আইনে আওয়ামী লীগ নেতৃবৃন্দকে গ্রেফতার করিয়া এই আইনের অপব্যবহার করিতেছেন। সভায় অবিলম্বে শেখ মুজিবসহ সকল আটক নেতার শর্তহীন মুক্তি দাবী করা হয়। —নিঃ সঃ
মাদারীপুর
১৪ই মে সাবেক এম, এন, এ জনাব গােলাম মওলার সভাপতিত্বে গতকাল মহকুমা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং কর্মীদের এক সভায় শেখ মুজিব এবং অন্যান্য নেতার গ্রেফতারের নিন্দা করা হয়।
গতকাল এই উপলক্ষে জনসভা এবং বিক্ষোভ মিছিল বিশেষ কারণে অনুষ্ঠিত হইতে পারে নাই। কর্মীসভার প্রস্তাবে বলা হয় যে, দেশরক্ষা আইনের অপব্যবহার করিয়া নেতৃবৃন্দের উপর যে কোন অত্যাচার চালান হউক না কেন, ৬-দফার সংকল্প হইতে কাহাকেও বিচ্যুত করা যাইবে না। সভার বক্তারা বলেন যে, নেতৃবৃন্দকে অবিলম্বে মুক্তি দিয়া ৬-দফা মানিয়া নেওয়াই সরকারের পক্ষে বুদ্ধির কাজ হইবে। —নিঃ সঃ
ব্রাহ্মণবাড়িয়া
১৪ই মে প্রতিবাদ দিবস উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ অফিসে জনাব আবদুর রহমান খানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় শেখ মুজিবর রহমান ও অন্যান্য আওয়ামী লীগ নেতার গ্রেফতারের তীব্র নিন্দা এবং অবিলম্বে তাহাদের মুক্তি, শেখ মুজিবের বিরুদ্ধে। আনীত সকল মামলা প্রত্যাহার, জরুরী অবস্থা প্রত্যাহার, মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, খাদ্যদ্রব্যসহ নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করিয়া পূর্ণ রেশনিং ব্যবস্থা প্রবর্তনের দাবী জানাইয়া কতিপয় প্রস্তাব গৃহীত হয়।-সংবাদদাতা
রংপুর
১২ই মে রংপুর জেলা, সদর মহকুমা এবং শহর আওয়ামী লীগের নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতি প্রকাশ করিয়া শেখ মুজিবসহ অন্যান্য আওয়ামী লীগ নেতার গ্রেফতারে তীব্র ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেন।

বিবৃতিতে আটক নেতৃবৃন্দের আশু ও শর্তহীন মুক্তি দাবী করা হয়।
গতকাল পাকিস্তান টোবাকো কোম্পানীর রংপুর শাখার শ্রমিক ইউনিয়ন শেখ মুজিব ও জনাব জহুর আহমদসহ অন্যান্য নেতার আটকের প্রতিবাদে এক জরুরী সভায় মিলিত হয়। সভায় নেতৃবর্গের আশু মুক্তি দাবী করিয়া প্রস্তাব গৃহীত হয়। —নিঃ সঃ

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!