You dont have javascript enabled! Please enable it! 1966.05.13 | শেখ মুজিবের গ্রেফতার সম্পর্কে লারী: দেশরক্ষা আইনের অপব্যবহার | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
১৩ই মে ১৯৬৬

শেখ মুজিবের গ্রেফতার সম্পর্কে লারী
দেশরক্ষা আইনের অপব্যবহার

করাচী, ১২ই মে।-কাউন্সিল মােছলেম লীগ নেতা জনাব জেড, এইচ, লারী অদ্য শেখ মুজিবর রহমানের গ্রেফতারের তীব্র নিন্দা প্রকাশ করেন।
এক বিবৃতিতে জনাব লারী বলেন যে, শেখ মুজিবর রহমান ও তাঁহার সহকর্মীদের গ্রেফতার পাকিস্তান দেশরক্ষা আইনে প্রদত্ত ক্ষমতার অপব্যবহারের আর একটি নিদর্শন। স্বাধীন মতামত প্রকাশ বিরক্তিকর হইতে পারে; কিন্তু এই অজুহাতে একজন নাগরিককে গ্রেফতার করা যাইতে পারে না বলিয়া তিনি মন্তব্য করেন। শেখ মুজিবর রহমানকে তাহার স্বাধীন মতামত প্রকাশ করিতে দিতে হইবে এবং তাহা শুধুমাত্র জনসাধারণই বিচার করিবে ও যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করিবে।
এই ব্যাপারে অদ্য যে প্রতিবাদ দিবস পালন করা হইতেছে তাহা সম্পূর্ণ যুক্তিসঙ্গত বলিয়া জনাব লারী প্রকাশ করেন।
জনাব লারী জনসাধারণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য গ্রেফতারকৃত নেতৃবৃন্দ ও অন্যান্য নাগরিকদের মুক্তিদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানাইয়াছেন। জনাব লারী ভারত সরকার কর্তৃক শেখ আবদুল্লার গ্রেফতারের বিরুদ্ধে বিশ্বজনমত গড়িয়া তােলার জন্যও সরকারের প্রতি আহ্বান জানাইয়াছেন।
জনাব লারী তাহার বিবৃতিতে আরাে বলেন যে, কাশ্মীরীদের উপর ভারত সরকারের অত্যাচারের বিরুদ্ধে যদি আমরা বিশ্বজনমত গড়িয়া তুলতে চাই তবে আমাদিগকে অবশ্যই মানুষের মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হইতে..

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব