দৈনিক ইত্তেফাক
১৩ই মে ১৯৬৬
পশ্চিম পাকিস্তান হাইকোর্টে নেতৃবৃন্দের আটকের বিরুদ্ধে রীট মামলার শুনানী
লাহাের, ১২ই মে। – তাসখেন্দ ঘােষণা বিরােধী বিক্ষোভের পর রাজনৈতিক নেতৃবৃন্দের আটক চ্যালেঞ্জ করিয়া যে রীট আবেদন করা হইয়াছিল, আজ পশ্চিম পাকিস্তান হাইকোর্টের এক ডিভিশন বেঞ্চে উহার শুনানী শুরু হয়।বিচারপতি জনাব এস, এ, মাহমুদ ও বিচারপতি জনাব শওকত আলীর সমন্বয়ে এই বেঞ্চ গঠিত হইয়াছে। আজ দ্বিতীয় দিনের মত তদানীন্তন জেলা ম্যাজিষ্ট্রেট জনাব জাফর আলী খানের সাক্ষ্য গ্রহণ করা হয়। আজিকার শুনানী শেষ হওয়া পর্যন্ত তাঁহার সাক্ষ্যদান সমাপ্ত হয় নাই।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব