You dont have javascript enabled! Please enable it! 1966.05.13 | জনমত যাচাইয়ের বিশ্বজনীন পদ্ধতি অনুসরণ করুন- নেতৃবৃন্দের গ্রেফতারের প্রশ্নে সরকারের উদ্দেশে নেজাম নেতৃবৃন্দের বিবৃতি | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
১৩ই মে ১৯৬৬

জনমত যাচাইয়ের বিশ্বজনীন পদ্ধতি অনুসরণ করুন
নেতৃবৃন্দের গ্রেফতারের প্রশ্নে সরকারের উদ্দেশে নেজাম নেতৃবৃন্দের বিবৃতি
(ষ্টাফ রিপাের্টার)

পূর্ব পাকিস্তান নেজামে ইসলামের সভাপতি, সাংগঠনিক সম্পাদক এবং অস্থায়ী সম্পাদক গতকাল (বৃহস্পতিবার) দেশরক্ষা আইনে আটক আওয়ামী লীগ নেতৃবৃন্দের আশু মুক্তি দাবী করিয়াছেন।
নেজামে ইসলাম নেতা মওলানা মােসলেহ উদ্দিন, মওলানা আশরাফ আলী এবং মওলানা আবদুল মতিন (বরিশাল) গতকাল এক যুক্ত বিবৃতিতে বলেন যে, দমননীতির দ্বারা কোন গণ-আন্দোলনকে দাবাইয়া রাখা যায় না। এই সত্যকে যত শীঘ্র উপলব্ধি করা যায় ততই মঙ্গল। জনগণের দরবারে নিজ দলীয় কর্মসূচী পেশ করার অধিকার সকল রাজনৈতিক দলেরই আছে। জনসাধারণকে নিজ নিজ কর্মসূচী সম্পর্কে ওয়াকিফ করার অধিকার একটি গণতান্ত্রিক অধিকার। জনমত যাচাইর মধ্যদিয়া কোন দলের কর্মসূচীর সারবত্তা বা অসারতা প্রমাণ করাই বিশ্বজনীন পদ্ধতি। বিভিন্ন আদালতে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে কয়েকটি মামলা বিচারাধীন থাকার পরও তাঁহাকে বিনাবিচারে আটক করিয়া রাখার ব্যবস্থা। তাহারা তীব্র নিন্দা করেন। নেজামে ইসলাম নেতৃবৃন্দ দেশরক্ষা আইনে। আটক পশ্চিম পাকিস্তানী কাউন্সিল লীগ নেতৃবৃন্দেরও আশু মুক্তি দাবী করিয়াছেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব