You dont have javascript enabled! Please enable it!

সংবাদ
১৩ই মে ১৯৬৬

শেখ মুজিবের গ্রেফতারের প্রতিবাদে অদ্য পল্টনে জনসভা
(নিজস্ব বার্তা পরিবেশক)

অদ্য শুক্রবার বিকাল ৪টায় পল্টন ময়দানে আওয়ামী লীগের উদ্যোগে শেখ মুজিবর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দের গ্রেফতারের প্রতিবাদে একটি জনসভা অনুষ্ঠিত হইবে।
গতকল্যও ঢাকা ও প্রদেশের অন্যান্য স্থানে দেশরক্ষা আইনে আটক নেতৃবৃন্দের মুক্তির দাবীতে আওয়াজ উত্থিত হয়। বিভিন্ন রাজনৈতিক ও গণসংগঠনসমূহের নেতৃবৃন্দও বিবৃতির মাধ্যমে প্রতিবাদ জ্ঞাপন অব্যাহত রাখিয়াছেন। পূর্ব পাকিস্তান ফেডারেশন অব লেবারের সহ-সভাপতি নিখিল পাকিস্তান ৭নং ফেডারেশন অব লেবারের কার্যকরী কমিটির সদস্য জনাব মােকবুল হােসেন খান এক বিবৃতিতে শেখ মুজিবর রহমান ও অন্যান্য নেতৃবৃন্দের দেশরক্ষা আইনে গ্রেফতারের নিন্দা করিয়াছেন। তিনি বলেন যে, দেশরক্ষা আইন বলবৎ হইয়াছিল যুদ্ধের সময়। আজ যুদ্ধ না থাকিলেও সরকারে এই মারাত্মক আইনটি জিয়াইয়া রাখিয়াছে। যখনই জনসাধারণের পক্ষ হইতে কোন দাবী উত্থিত হয় সরকার তাঁহার প্রতিকার না করিয়া দাবীর উদ্যোক্তাদের হয় দেশরক্ষা অথবা জননিরাপত্তা আইন বলে গ্রেফতার করিয়া বিনাবিচারে কারাগারে নিক্ষেপ করেন! পরিশেষে তিনি সমস্ত রাজবন্দীর অবিলম্বে বিনাশর্তে মুক্তি দাবী করেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!