You dont have javascript enabled! Please enable it! 1966.05.14 | পল্টনের দাবী | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
১৪ই মে ১৯৬৬

পল্টনের দাবী
(স্টাফ রিপাের্টার)

গতকাল (শুক্রবার) বিকালে প্রতিবাদ দিবস উপলক্ষে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের উদ্যোগে আয়ােজিত জনসভায় গৃহীত প্রস্তাবে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমান, খােন্দকার মােশতাক আহমদ, জনাব তাজুদ্দিন আহমদ, জনাব নূরুল ইসলাম চৌধুরী, জনাব মজিবর রহমান (রাজশাহী), জনাব জহুর আহমদ চৌধুরী এবং জনাব এম, এ, আজীজকে দেশরক্ষা আইনবলে গ্রেফতারের তীব্র প্রতিবাদ জ্ঞাপন করিয়া অবিলম্বে তাহাদের মুক্তি দাবী করা হয়।
সভায় গৃহীত অপর এক প্রস্তাবে অবিলম্বে দেশ হইতে জরুরী অবস্থা প্রত্যাহারপূর্বক রাজনীতি, অর্থনীতি ও সামাজিক ক্ষেত্রে স্বাভাবিক পরিবেশ ফিরাইয়া আনিয়া জনগণের মৌলিক অধিকার পুনঃপ্রবর্তনের দাবী জানান হয়। সভায় ভারতের সহিত যুদ্ধবিরতি চুক্তির পরিপ্রেক্ষিতে দেশে জরুরী অবস্থা বলবত রাখাকে অবাঞ্ছিত বলিয়া আখ্যায়িত করা হয়। সভায় ছয়দফার প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করা হয়।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব