দৈনিক ইত্তেফাক
১৪ই মে ১৯৬৬
শেখ মুজিবসহ সকল রাজবন্দীর মুক্তি দাবী
গত ১১ই মে ঢাকা জুট মিল ওয়ার্কার্স ইউনিয়নের মীরের বাগস্থ অফিসে উক্ত ইউনিয়নের কার্যকরী সংসদের এক সভায় ৬-দফার প্রণেতা শেখ মুজিবর রহমানসহ সকল রাজনৈতিক বন্দীকে মুক্তি দানের দাবী জানাইয়া এক প্রস্তাব গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সহ-সভাপতি জনাব আবদুস সত্তার।
সভায় মেসিনারীর খুচরা অংশের অভাবে মিল বন্ধ হইয়া যাওয়ার আশংকায় গভীর উদ্বেগ প্রকাশ করিয়া যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের নিকট দাবী জানান হয়। সভায় চটকল শ্রমিক ফেডারেশন কর্তৃক গৃহীত সিদ্ধান্ত মােতাবেক ২২শে মে ‘খাদ্য দিবস’ সাফল্যমণ্ডিত করার জন্য আহ্বান জানান হয়।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব