You dont have javascript enabled! Please enable it!

দৈনিক ইত্তেফাক
১২ই মে ১৯৬৬

৬-দফা বাস্তবায়নের নিয়মতান্ত্রিক গণ-আন্দোলনের মুখে
শেখ মুজিবসহ বিরােধী দলীয় নেতৃবৃন্দের গ্রেফতারে প্রদেশব্যাপী প্রতিবাদের ঝড়
(বিশেষ প্রতিনিধি)

খুলনা, ১০ই মে। পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমানসহ আওয়ামী লীগের ৭ জন নেতৃস্থানীয় ব্যক্তির গ্রেফতারে বন্দর শহর খুলনার আপামর জনসাধারণের মধ্যে তীব্র বিক্ষোভ ধুমায়িত হইয়া উঠিয়াছে। নেতাদের এই গ্রেফতারে প্রতিবাদ জানানাের জন্য ১৩ই মে এখানে আওয়ামী লীগের উদ্যোগে একটি জনসভা অনুষ্ঠিত হইবে।
আওয়ামী নেতাদের এই গ্রেফতারের নিন্দা করিয়া জেলা আওয়ামী লীগের সেক্রেটারী এডভােকেট জনাব মনসুর আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সেক্রেটারী জনাব এনায়েত আলী এবং সিটি আওয়ামী লীগের সেক্রেটারী জনাব এম, এ, বারী এক যুক্ত বিবৃতিতে বলেন, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ নেতাদের এমন একসময়ে গ্রেফতার করা হইয়াছে, যখন তাহারা জনসাধারণের প্রাণের দাবী আদায়ে আন্দোলন শুরু করিয়াছেন। সরকারের এই কার্যকলাপ মানুষের স্বাধীন চিন্তাধারা ও বাক-স্বাধীনতার পরিপন্থী। আইনানুগ পথের আশ্রয় না লইয়া সরকার যে কর্মপন্থা গ্রহণ করিয়াছেন উহা কাপুরুষােচিত। এই বিবৃতিতে শেখ মুজিবসহ সকল রাজবন্দীর আশু মুক্তি দাবী করা হয়। খুলনা জেলা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রেসিডেন্ট এডভােকেট আবদুল জলিল এই ধরনের ধরপাকড়ের তীব্র নিন্দা করিয়া বলেন যে, গণ-আন্দোলন ধ্বংসের ইহা একটি দুরভিসন্ধি।
ময়মনসিংহবাসী মর্মাহত ও বিস্মিত
ময়মনসিংহ, ১০ই মে।- ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট জনাব আখতারুজ্জামান, জামালপুর মহকুমা আওয়ামী লীগের প্রেসিডেন্ট জনাব আবদুল হাকিম, সিটি আওয়ামী লীগের প্রেসিডেন্ট জনাব মকবুল আহমদ সেক্রেটারী জনাব কমরুদ্দীন জেলা আওয়ামী লীগের সেক্রেটারী জনাব রফিকুদ্দীন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক জনাব হাতেম আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট জনাব আবদুস সাত্তার প্রমুখ স্থানীয় আওয়ামী লীগ নেতা। এক যুক্ত বিবৃতিতে শেখ মজিবসহ অন্যান্য আওয়ামী লীগ নেতার গ্রেফতারের নিন্দা করিয়া বলেন, শেখ মুজিবর রহমান, জনাব তাজুদ্দীন আহমদ, এবং খােন্দকার মুশতাক আহমদসহ বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তির গ্রেফতারে আমরা বিস্মিত এবং মর্মাহত হইয়াছি। এই ধরাপাকড়ের মধ্যদিয়া আওয়ামী লীগের ছয়-দফার প্রতি জনসাধারণের ক্রমবর্ধমান সমর্থনে কর্তৃপক্ষ ঘাবড়াইয়া যাওয়ার লক্ষণই সুস্পষ্ট হইয়া উঠিয়াছে। কিন্তু তাঁহাদের জানা উচিত যে, দমনমূলক ব্যবস্থা দ্বারা কখনও ন্যায্য গণদাবীর কণ্ঠরােধ করা যায় না। এ প্রসঙ্গে আমরা জেলা আওয়ামী লীগের এসিসট্যান্ট সেক্রেটারী জনাব আবদুর রহমান সিদ্দিকীরও গ্রেফতারের নিন্দা করিতেছি এবং শেখ মুজিবসহ সকল রাজবন্দীর আশু মুক্তি দাবী করিতেছি।- সংবাদদাতা সিরাজগঞ্জ মহকুমার তুমুল আন্দোলন শুরু সিদ্ধান্ত (নিজস্ব সংবাদদাতা) সিরাজগঞ্জ, ১০ই মে।- আজ জনাব মােতাহার হােসেন তালুকদারের সভাপতিত্বে মহকুমা আওয়ামী লীগের এক বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় মেসার্স আবদুল মােমিন তালুকদার, ডঃ জসিম উদ্দিন আহমদ, দবির উদ্দিন আহমদ, আবদুর রউফ খান, মনসুর রহমান, শহীদুল ইসলাম প্রমুখ আলােচনা প্রসঙ্গে সরকারী কার্যাবলীতে ক্ষোভ প্রকাশ করেন। সভায় গৃহীত প্রস্তাবে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমান, মােশতাক আহমদ ও তাজুদ্দিন আহমদসহ ধৃত নেতৃবৃন্দের আশুমুক্তি দাবী করা হয়। সভায়। আরও সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, অবিলম্বে মুক্তি প্রদান না করিলে সমগ্র মহকুমাব্যাপী তুমুল আন্দোলন গড়িয়া তােলা হইবে।
‘শ্রমিক-সাধারণ এ দমননীতি বরদাশত করিবে না”
(ইত্তেফাকের চট্টগ্রাম অফিস হইতে) ৯ই মে-শেখ মুজিবসহ আওয়ামী লীগ ও বিরােধী দলীয় নেতৃবৃন্দ গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামের বিভিন্ন শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা ও শ্রমিক নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতি প্রদান করিয়াছেন। বিবৃতিতে অবিলম্বে আটক নেতৃবৃন্দের মুক্তি দাবী করা হইয়াছে। বিভিন্ন শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা ও শ্রমিক নেতাসহ মােট ২০ জনের স্বাক্ষরিত এই যুক্ত বিবৃতিতে আরও বলা হয়ঃ আমরা আরও জানিতে পারিলাম যে সরকার পাকিস্তান রক্ষা আইনের প্রয়ােগ করিয়া আমাদের প্রিয় শ্রমিক নেতা জনাব জহুর আহমদ চৌধুরীকেও ঢাকায় গ্রেফতার করিয়াছেন। তিনি গত ৮/৫/৬৬ তারিখে সকালে উল্কাযােগে ঢাকা যাত্রা করেন। প্রাদেশিক আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটিতে অংশগ্রহণের জন্যই তিনি ঢাকা গিয়াছিলেন। সুতরাং তিনি এমন কি করিয়াছেন যে, তজ্জন্য তাঁহাকে পাকিস্তান রক্ষা আইনবলে গ্রেফতার করা হইল, তাহা বুঝিয়া উঠিতে পারিতেছি না। আমরা সরকারের এই দমন নীতির তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করিতেছি। সরকারের ভুলিয়া যাওয়া উচিত হইবে না যে, যুদ্ধকালীন পরিস্থিতি মােকাবিলা করিবার জন্যই দেশরক্ষা আইন প্রয়ােগ করা হল। কি সরকার বিরােধী দলীয় নেতৃবৃন্দের কণ্ঠরােধ করিবার জন্যই যেন এই আইন প্রয়ােগ করিতেছেন। এই ধরনের দমননীতি জনগণ বিশেষ করিয়া পূর্ব পাকিস্তানের লক্ষ লক্ষ শ্রমিক-সাধারণ কিছুতেই বরদাশত করিবে না। আমরা অবিলম্বে আটক নেতৃবৃন্দের বিনাশর্তে মুক্তি দাবী করিতেছি। অন্যথায় যদি কোন অবাঞ্ছিত পরিস্থিতি উদ্ভব হয়, তাহার জন্য সরকারই দায়ী হইবেন। যুক্ত বিবৃতিতে স্বাক্ষর করেনঃ মেসার্স জামশেদ আহমদ চৌধুরী, প্রেসিডেন্ট এসােওয়ার্কাস ইউনিয়ন ; মকবুল আহমদ, সেক্রেটারী ; বার্মা ইষ্টার্ণ লেবার ইউনিয়ন, এ,বি,এম, আনােয়ার হােসেন, সেক্রেটারী, চট্টগ্রাম বিদ্যুৎ, কর্মচারী ইউনিয়ন ; মাহবুব আলী, সাধারণ সম্পাদক, পূর্ব পাকিস্তান রেলওয়ে কর্মচারী লীগ ; রহমত উল্লাহ চৌধুরী, পূর্ব পাকিস্তান রেলওয়ে কর্মচারী লীগ নেতা মকবুল হােসেন খান, সাধারণ সম্পাদক, কর্ণফুলী পেপার মিল ওয়ার্কার্স ইউনিয়ন ; ছিদ্দিক মিয়া, সেক্রেটারী, রবার এণ্ড এলাইড। প্রােডাক্টস ওয়ার্কার্স ইউনিয়ন ; জয়নাল আবেদিন প্রধান, সেক্রেটারী, টাটরী গ্লাস শ্রমিক ইউনিয়ন ; নূর আহমদ, সেক্রেটারী, পাকিস্তান টোবাকো কর্মচারী ইউনিয়ন ; সফিকুল রহমান চৌধুরী, সেক্রেটারী, মটর ড্রাইভার্স ইউনিয়ন ; সফিকুর রহমান, সেক্রেটারী, চট্টগ্রাম মাষ্টার্ড অয়েল এণ্ড ভেজিটেবল ওয়ার্কার্স ইউনিয়ন ; নূরুল আমিন, সেক্রেটারী, গােল্ডেন টোবাকো ওয়ার্কার্স ইউনিয়ন ; এস, এম, মহিবুর রহমান, সেক্রেটারী, ন্যাশনাল সিমেন্স ইউনিয়ন ; মােহাঃ ইলিয়াছ, কার্যকরী সভাপতি, ন্যাশনাল সিমেন্স ইউনিয়ন; এম, এ, ছালাম, সেক্রেটারী, আমিন জুট মিল শ্রমিক ইউনিয়ন ; আবু সিদ্দিক, সেক্রেটারী, সিদ্দিক অয়েল মিল ওয়ার্কার্স ইউনিয়ন, মােহাঃ এয়াহিয়া চৌধুরী, সেক্রেটারী, এসাে ওয়ার্কার্স ইউনিয়ন। খায়রুল আনােয়ার, সেক্রেটারী, পাকিস্তান রােপ ওয়ার্কার্স ইউনিয়ন, বেবী টেক্সী ড্রাইভার্স ইউনিয়ন, জয়েন্ট সেক্রেটারী, চিটাগাং মাষ্টার্ড অয়েল এণ্ড ভেজিটেবল ওয়ার্কার্স ইউনিয়ন; ডাঃ আনােয়ার হােসেন, সভাপতি, আজিজ উদ্দিন টোবাকো ওয়ার্কার্স ইউনিয়ন; সালেহ আহমদ চৌধুরী, সেক্রেটারী, আজিজ উদ্দিন টোবাকো ওয়ার্কার্স ইউনিয়ন।
দেওয়ালের লিখন হইতে শিক্ষাগ্রহণ করুন
পূর্ব পাকিস্তান বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব নূরুল ইসলাম শেখ মুজিবর রহমান ও অন্যান্য নেতার গ্রেফতারের তীব্র নিন্দা করিয়া বলেন, নেতৃবৃন্দকে ধরপাকড় এবং নির্যাতন করিয়া কোন আন্দোলকে শুদ্ধ করা যায় না। বরঞ্চ ই%

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!