দৈনিক ইত্তেফাক
১২ই মে ১৯৬৬
খুলনায় বিক্ষোভ
(ইত্তেফাকের খুলনা অফিস হইতে)
১১ই মে শেখ মুজিবর রহমান ও অন্যান্য আওয়ামী লীগ নেতার গ্রেফতারের ফলে খুলনার জনসাধারণের মনে তীব্র অসন্তুষ্টি বিরাজ করিতেছে। আজ অপরাহ্ন হইতে খুলনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠান আরম্ভ হইয়াছে এবং অনির্দিষ্টকাল ধরিয়া এইরূপ বিক্ষোভ প্রদর্শন অব্যাহত থাকিবে। মুক্তাগাছায় বিক্ষোভ মুক্তাগাছা হইতে টেলিফোনযােগে প্রাপ্ত খবরে জানা গিয়াছে যে, দেশরক্ষা বিধিবলে শেখ মুজিবর রহমানসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদে গতকাল (বুধবার) মুক্তাগাছার সকল শ্রেণীর নাগরিক প্রচণ্ড বিক্ষোভে ফাটিয়া পড়ে। গতকাল রাত ৮টায় শহর ও শহরতলীর কৃষকশ্রমিক-জনতার এক স্বতঃস্ফুর্ত মিছিল শহর প্রদক্ষিণ করে। শােভাযাত্রীরা শেখ মুজিবের মুক্তি চাই, শেখ মুজিব জিন্দাবাদ, ৬-দফা মানতে হবে, দাবীর প্রশ্নে আপােষ নাই, রাজবন্দীদের মুক্তি চাই প্রভৃতি গগন বিদারী ধ্বনি প্রদান করে। শেখ মুজিব ও অন্যান্য রাজবন্দীর মুক্তির দাবীতে আজ (বৃহস্পতিবার) বিকাল ৪টায় দড়িচারআনা বাজারে এক জনসভা অনুষ্ঠিত হইবে। সভাশেষে এক বিক্ষোভ মিছিল বাহির করা হইবে।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব