দৈনিক পাকিস্তান
৫ই মে ১৯৬৬
৮ই মে আওয়ামী লীগের কার্যনির্বাহক কমিটির সভা
(স্টাফ রিপাের্টার)
আগামী ৮ই মে রবিবার সকাল সাড়ে ৮টায় ঢাকা শেখ মুজিবর রহমানের বাসভবনে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ কার্যনির্বাহক কমিটির এক সভা অনুষ্ঠিত হইবে।
প্রাদেশিক আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবর রহমান সিলেট জি আর কেস নম্বর ১৪১৫/১৯৬৬ মামলার ব্যাপারে আগামীকাল শুক্রবার সিলেট সদর দক্ষিণ মহকুমা অফিসারের এজলাসে হাজির হওয়ার জন্য অদ্য বৃহস্পতিবার রাত্রে সুরমা মেইলযােগে সিলেট যাত্রা করিবেন।
আগামীকাল বিকালে সিলেটে এক জনসভায়ও তিনি বক্তৃতা দিবেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব