You dont have javascript enabled! Please enable it!

১৮ এপ্রিল স্বাধীন বাঙলাদেশের জন্য বিশ্ব সংহতি দিবস
(স্টাফ রিপাের্টার)

কলকাতা, ১৬ এপ্রিল বিশ্ব শান্তি সংসদ আগামী ১৮ এপ্রিল বাঙলাদেশের স্বাধীনতার জন্য সংহতি দিবস ঘােষণা করেছে ।
এআইটিসি-র পশ্চিমবঙ্গ কমিটির সম্পাদক সর্বশ্রী টি এন সিদ্ধান্ত ও ভবানী রায় চৌধুরী এক বিবৃতিতে এই উপলক্ষে পশ্চিমবঙ্গ শান্তি সংসদ ঐ দিন সুবােধ মল্লিক স্কায়ারে যে জনসভার আয়ােজন করেছে তার উল্লেখ করে বলেন, “এই দিনটি যথাযথভাবে পালন করার জন্য আমরা শ্রমিকশ্রেণির কাছে আহ্বান জানচ্ছি।”

সূত্র: কালান্তর, ১৭.৪.১৯৭১