You dont have javascript enabled! Please enable it! 1966.05.07 | নওয়াপাড়ায় ৬-দফার সমর্থনে জনসভা | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
৭ই মে ১৯৬৬

নওয়াপাড়ায় ৬-দফার সমর্থনে জনসভা
(নিজস্ব সংবাদদাতা)

নওয়াপাড়া (যশাের), ৫ই মে।-গত বুধবার এখানে অনুষ্ঠিত একবিরাট জনসভায় প্রাক্তন প্রাদেশিক মন্ত্রী জনাব মশিহুর রহমান বলেন যে, আওয়ামী লীগের ৬-দফা কৃষক, মজুর, মধ্যবিত্ত তথা পূর্ব পাকিস্তানের আপামর জনসাধারণের বাঁচার দাবী। তিনি বলেন, বর্তমানে প্রদেশের প্রত্যন্ত কোণ পর্যন্ত ৬-দফার যে দাবী অনুরণিত হইতেছে তাহা সময়সাপেক্ষ হইলেও বাস্তবায়িত হইবেই।
অভয়নগর থানা আওয়ামী লীগের উদ্যোগে এবং অত্র থানার সাধারণ সম্পাদক জনাব হাদীউজ্জমান শাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জনাব মশিহুর রহমান সুদীর্ঘ দুই ঘণ্টা বক্তৃতা করেন। জনাব রহমান তাঁহার অভিজ্ঞতা বর্ণনা করিয়া বলেন যে, ৬-দফার মাধ্যমে সুখী, শক্তিশালী পাকিস্তান গড়িয়া তােলা সম্ভব।
অত্র জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব রওশন আলী ৬-দফার বিশদ বর্ণনা করিয়া ঘরে ঘরে ছয়-দফার বাণী পৌছাইয়া দেওয়ার জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান। সভায় অন্যান্য যাঁহারা বক্তৃতা করেন। তাঁহাদের মধ্যে সাংগঠনিক সম্পাদক মােশাররফ হােসেন, যশাের সদর মহকুমা আওয়ামী লীগ সভাপতি মওলানা আবদুর রাজ্জাক চিশতী, খুলনা জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট শেখ আবদুল আজিজ, জনাব জালাল উদ্দীন আহমদ, জনাব বােরহান উদ্দিন ও জনাব শাহাদৎ হােসেন ফারাজীর নাম উল্লেখযােগ্য।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব