You dont have javascript enabled! Please enable it!

আজাদ
৩০শে এপ্রিল ১৯৬৬

কুমিল্লার জনসভায় শেখ মুজিব বলেন
৬-দফাই দেশবাসীর মুক্তি সনদ
(সংবাদদাতা প্রেরিত)

কুমিল্লা, ২৯শে এপ্রিল।- অদ্য স্থানীয় টাউন হল ময়দানে এক বিরাট জনসভায় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ সভাপতি জনাব শেখ মুজিবর রহমান দৃপ্তকণ্ঠে ঘােষণা করেন যে, ৬-দফাই প্রদেশবাসীর একমাত্র মুক্তি সনদ। তাহাদের ন্যায়সঙ্গত অধিকার অর্জন করিতে হইলে ৬-দফার বাস্তবায়নের দ্বারাই তাহা সম্ভবপর হইবে।
জনতার বিপূল করতালির মধ্যে তিনি ঘােষণা করেন যে, এই ৬-দফা প্রস্তাব কার্যকরী করা হইলে তাহা দেশের উভয় অংশের মধ্যকার ঐক্য ও ভিত্তি সুদৃঢ় করিয়া তুলিবে। এবং ইহার ফলে উভয় প্রদেশের মধ্যে সকল ভুল বুঝাবুঝির অবসান হইবে।
জনাব আবদুর রহমান খান সভায় সভাপতিত্ব করেন। ১৯৬২ সালের পর কুমিল্লার কোন সভায় এত বৃহৎ জনসমাবেশ ঘটে নাই।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!