You dont have javascript enabled! Please enable it!

দৈনিক ইত্তেফাক
১লা মে ১৯৬৬

কুমিল্লার জনসভার অবশিষ্ট বিবরণ

কুমিল্লার মহতী সভায় বক্তৃতা প্রসঙ্গে (আংশিকভাবে গতকল্য প্রকাশিত) জনাব শেখ মুজিবর রহমান খাদ্য ও দ্রব্যমূল্য বৃদ্ধির ক্রমাবনতি ও ভয়াবহতা সম্পর্কে সরকারকে হুঁশিয়ার করিয়া দেন ও সত্বর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান। দেশের সাত লক্ষ বিড়ি শ্রমিক, অসংখ্য জাহাজী শ্রমিক ও অন্যান্য শ্রমিক সম্প্রদায়ের সমস্যাদির প্রতি সরকারী উদাসীনতার তিনি তীব্র নিন্দা করেন। পরিশেষে তিনি দৃপ্তকণ্ঠে জনতার মুহুর্মুহু করতালির মধ্যে ঘােষণা করেন যে, তাঁর ৬-দফা দাবী পাকিস্তানের দশ কোটি মানুষেরই মুক্তি সনদ। সরকারী জেল-জুলুম ও নির্যাতন তাঁহাকে বা জনতার এ উদ্দাম তরঙ্গকে রুখিতে পারিবে না। আল্লার রহমতে জনতার অন্যান্য দাবীর মত তাঁহাদের এ মৌলিক দাবীও অচিরেই বাস্তবায়িত হইবে।
সভায় বিশিষ্ট আওয়ামী লীগ নেতৃবৃন্দ জনাব খােন্দকার মােশতাক আহমদ, নূরুল ইসলাম চৌধুরী, জনাব মিজানুর রহমান চৌধুরী এম-এন-এ চট্টগ্রাম হইতে জনাব আমিনুল ইসলাম চৌধুরী এম-এন-এ, জনাব জহুর হােসেন চৌধুরী, জনাব এম, এ, আজিজ ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফেনী হইতে মৌলানা আবদুল ওয়াহাব ও অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ সভায় যােগদান করেন। সভাশেষে শেখ সাহেব অন্যান্য নেতা সমভিব্যাহারে ঢাকায় প্রত্যাবর্তন করেন। সভায় পূর্ব পাকিস্তানীদের বাঁচা-মরার দাবী ৬-দফার প্রতি অকুণ্ঠ সমর্থন এবং প্রাদেশিক আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবর রহমানসহ অন্যান্য আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে গৃহীত সরকারের নির্যাতনমূলক ব্যবস্থা ও হয়রানির তীব্র নিন্দা জ্ঞাপন করিয়া প্রস্তাব গ্রহণ করা হয়।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!