দৈনিক ইত্তেফাক
১লা মে ১৯৬৬
কনভেনশনীর তিন দফা
সুক্কুর, ২৯শে এপ্রিল।- সুক্কুর জেলা মুসলিম লীগের প্রেসিডেন্ট মীর রিয়াসত আলী বৃহত্তর জাতীয় ঐক্য ও সংহতি অর্জনের কার্যকরী ব্যবস্থা হিসাবে একটি ৩-দফা কর্মসূচীর প্রস্তাব করেন। এই ৩-দফা কর্মসূচী হইল এককেন্দ্রিক সরকার, একমাত্র জাতীয় ভাষা আরবী ও একটি মাত্র বিরােধী দল।
আজ এক সাংবাদিক সম্মেলনে বক্তৃতাকালে তিনি আশা প্রকাশ করেন যে, তাঁহার এই কর্মসূচীর মাধ্যমে অতৃপ্ত রাজনীতিকদের ৬-দফা বা ৭-দফা কর্মসূচীকে সহজেই ঘায়েল করা যাইবে।
তিনি বলেন, শেখ মুজিবর রহমান পূর্ব পাকিস্তানের জন্য ৬-দফা প্রস্তাব প্রণয়ন করিয়া উপকারই করিয়াছেন; কেননা এই প্রস্তাব জাতীয় ঐক্য ও দেশের সংহতি বিনষ্টকারীদের প্রচেষ্টা সম্পর্কে দেশবাসীকে হুঁশিয়ার করিয়া দিয়াছে। এই সকল প্রচেষ্টাকে অঙ্কুরেই বিনষ্ট করিয়া দেওয়ার এখন সময় হইয়াছে বলিয়া তিনি উল্লেখ করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট আইয়ুবের প্রতি জনমতের সমর্থন রহিয়াছে এবং তিনি তাঁহার বর্তমান ক্ষমতাবলে এই ৩-দফা প্রস্তাব বাস্তবায়িত করিলে বিচ্ছিন্নতা ও আঞ্চলিকতাবাদীদের স্বপ্ন চিরতরে ধূলিসাৎ হইয়া যাইবে। – এ, পি, পি
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব