দৈনিক ইত্তেফাক
২৬শে এপ্রিল ১৯৬৬
শেখ মুজিবের হয়রানি সম্পর্কে আতাউর রহমান
পূর্ব পাকিস্তানের প্রাক্তন মুখ্যমন্ত্রী জনাব আতাউর রহমান খান গতকাল (সােমবার) এক বিবৃতি প্রসঙ্গে যেভাবে শেখ মুজিবর রহমানকে বারবার গ্রেফতার, বিভিন্ন স্থানে টানাহেঁচড়া করা হইতেছে, তাহাকে ‘অভিযুক্ত করার নামে নির্যাতন’ আখ্যা দিয়া বলেন যে, ইতিহাসে এই ধরনের রাজনৈতিক নির্যাতনের দৃষ্টান্ত নাই। এই প্রসঙ্গে জনাব আতাউর রহমান বলেন যে, লাহাের প্রস্তাবের ভিত্তিতে পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন কোন ব্যক্তি, গ্রুপ বা দল বিশেষের দাবী নয়- ইহা সমগ্র পূর্ব পাকিস্তানেরই দাবী। জনগণের দাবী মানিয়া লওয়ার পরিবর্তে রাজনৈতিক নেতৃবৃন্দের উপর নির্যাতন ও হয়রানি কখনই সমাধানের পথ হইতে পারে না বলিয়া উল্লেখ করিয়া জনাব আতাউর রহমান খান বলেন যে, জনগণের গণতান্ত্রিক আশা-আকাংখাকে দাবাইয়া রাখার প্রচেষ্টা যে সফল হয় না, ইতিহাসে তাহার ভূরি ভূরি নজির রহিয়াছে।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব