You dont have javascript enabled! Please enable it! 1966.04.26 | ময়মনসিংহে জামিন মঞ্জুর : বিপুল সম্বর্ধনা | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
২৬শে এপ্রিল ১৯৬৬

ময়মনসিংহে জামিন মঞ্জুর : বিপুল সম্বর্ধনা
(ষ্টাফ রিপাের্টার)

ময়মনসিংহের জেলা ও দায়রা জজ জনাব গােলাম মাওলা গতকাল (সােমবার) আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবর রহমানের জামিন মঞ্জুর করেন।
জামিনে মুক্তিলাভের পর জেল হইতে শেখ সাহেব বাহিরে আসিলে সেখানে উপস্থিত বিরাট জনতা তাঁহাকে বীরােচিত সম্বর্ধনা জানায় এবং বিপুলভাবে মাল্যভূষিত করে। জনতা শেখ মুজিব জিন্দাবাদ, ৬-দফা। জিন্দাবাদ প্রভৃতি ধ্বনি দিয়া শেখ সাহেবের এবং ৬-দফার প্রতি তাহাদের আন্তরিক সমর্থন জ্ঞাপন করে।
অতঃপর শেখ সাহেব মােটরযােগে ময়মনসিংহ হইতে সরাসরি ঢাকায় আসেন।
প্রসঙ্গতঃ উল্লেখ করা যাইতে পারে যে, সিলেটের মহকুমা হাকিমের পরােয়ানাবলে গত বৃহস্পতিবার রাত্রে শেখ মুজিবকে ঢাকায় গ্রেফতার করিয়া ঐ রাত্রেই তাঁহাকে ট্রেনযােগে সিলেট পাঠানাে হয়। সেখানে পরদিন তাহাকে মহকুমা হাকিমের এজলাসে হাজির করা হইলে হাকিম তাঁহার জামিনের আবেদন অগ্রাহ্য করেন।
শনিবার সিলেটের জেলা ও দায়রা জজ শেখ মুজিবের জামিন মঞ্জুর করিলেও পুলিসের হাত হইতে মুক্তি পাওয়ার পূর্বেই ময়মনসিংহের এক মামলার ব্যাপারে তাহাকে গ্রেফতার করিয়া ময়মনসিংহ পাঠানাে হয়।
গত রবিবার ময়মনসিংহের মহকুমা হাকিমের নিকট শেখ সাহেবের জামিনের আবেদন পেশ করা হইলে তিনি উহা অগ্রাহ্য করেন। অতঃপর গতকাল (সােমবার) ময়মনসিংহের জেলা ও দায়রা জজের এজলাসে জামিনের আবেদন পেশ করিলে উহা মঞ্জুর হয়।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব