দৈনিক পাকিস্তান
২৬ শে এপ্রিল ১৯৬৬
ময়মনসিংহে শেখ মুজিবের জামিনে মুক্তিলাভ
ময়মনসিংহ, ২৫ শে এপ্রিল (এপিপি)।- ময়মনসিংহের জেলা জজ অদ্য পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবর রহমানকে জামিনে মুক্তি দেন।
ময়মনসিংহ পুলিশের নিকট দায়েরকৃত একটি মামলার সহিত জড়িত থাকার দায়ে গত ২৩ শে এপ্রিল সিলেটে তাঁহাকে পুনরায় গ্রেফতার করা হইয়াছিল। সংগ্রামের আহ্বান পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবর রহমান তাঁহার দলের ৬-দফা কর্মসূচী বাস্তবায়নের জন্য বিরামহীন সংগ্রাম চালাইবার আহ্বান জানান।
ময়মনসিংহের জেলা জজ কর্তৃক জামিনে মুক্তিদানের পর মােটরযােগে ময়মনসিংহ হইতে ঢাকা আগমনকালে দ্বিতীয় রাজধানীর নিকটে যে জনতা তাঁহাকে সম্বর্ধনা জানায় তাহাদের উদ্দেশে বক্তৃতা প্রসঙ্গে তিনি বলেন, “কোনও নির্যাতন-নিপীড়নে আমাদের মনােবল বিনষ্ট হইবে না। আমাদের সংগ্রাম অব্যাহত থাকিবে।”
পিপিএ পরিবেশিত এই সংবাদে বলা হয়, আওয়ামী লীগ নেতা ৬-দফা দাবী পূরণের জন্য দেশের সর্বত্র শান্তিপূর্ণ আন্দোলন চালাইবার আহ্বান জানান। তিনি বলেন যে, ৬-দফা দেশের অগ্রগতি ও সমৃদ্ধির সনদ।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব