You dont have javascript enabled! Please enable it!

দৈনিক পয়গম
২৬শে এপ্রিল ১৯৬৬

মুজিবের ধৃষ্টতায় পার্বতীপুরের জনগণের বিস্ময় প্রকাশ
(টেলিফোনে প্রাপ্ত)

পার্বতীপুর, ২৫শে এপ্রিল।-কেন্দ্রীয় যােগাযােগ উজির খান আবদুস সবুর গত ৬ই এপ্রিল পার্বতীপুর জনসভায় ভাষণদানকালে আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে সম্মানহানিকর কথা বলিয়াছেন বলিয়া শেখ মুজিবরের-পক্ষ হইতে খান সবুরের প্রতি যে উকিলের নােটিশ দেওয়া হইয়াছে, স্থানীয় জনসাধারণ তাহাতে বিস্ময় প্রকাশ করে।
এতদুদ্দেশ্যে প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে প্রাদেশিক পরিষদ সদস্য জনাব কামরুজ্জামান, জনাব সাহাব-দীন শাহ, ও জনাব আবু আলম বলেন, যে, খান সবুর জনসভায় ভাষণদানকালে কেবলমাত্র ২১ দফা, ৭ দফা ও ৬ দফারই সমালােচনা করিয়াছিলেন। বস্তুতঃ শেখ মুজিব সম্পর্কে কোন কথা বলাতাে দূরের কথা, তাহার নামও উচ্চারণ করেন নাই।
অপরপক্ষে শেখ মুজিব তাহার পার্বতীপুর জনসভায় প্রেসিডেন্ট আইয়ুব, গভর্ণর মােনয়েম, খান সবুর ও অন্যান্য সরকারী নেতৃবৃন্দের বিরুদ্ধে অশ্লীল ভাষায় গালিগালাজ করিয়াছিলেন এবং মানহানির মামলা তাহার বিরুদ্ধেই উত্থাপন করা উচিত।
তাঁহারা শেখ মুজিবের এহেন ধৃষ্টতার তীব্র নিন্দা করেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!