You dont have javascript enabled! Please enable it!

আজাদ
২৬শে এপ্রিল ১৯৬৬

মুজিবের জামিন লাভ : ঢাকা আগমন
(ষ্টাফ রিপাের্টার)

পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি জনাব শেখ মুজিবর রহমান জামিনের মুক্তিলাভ করিয়া গতকাল সােমবার দলীয় মােটরযােগে মােমেনশাহী হইতে ঢাকা প্রত্যাবর্তন করিয়াছেন। প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ ও প্রচার সম্পাদক আবদুল মােমেন সমভিব্যাহারে ঢাকা প্রত্যাবর্তন করিলে সমর্থকগণ তেজগাঁ ফার্মগেটে জনাব রহমানকে আন্তরিক সম্বৰ্ধনা জ্ঞাপন করেন।
পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জহীরউদ্দিনসহ প্রাদেশিক আওয়ামী লীগের কর্মকর্তাগণও ঢাকায় শেখ মুজিবর রহমানের সম্বৰ্ধনায় উপস্থিত ছিলেন।
গতকাল বেলা সাড়ে ১২টার সময় মােমেনশাহী সেশন জজের নিকট শেখ মুজিবরের জামিন প্রার্থনা করা হয় এবং বেলা পৌনে তিনটার সময় তিনি জামিনে মুক্তিলাভ করেন বলিয়া আওয়ামী লীগের একটি প্রেস রিলিজে জানা গিয়াছে।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!