You dont have javascript enabled! Please enable it! 1966.04.22 | ঢাকার মামলায় সেশন জজ কর্তৃক শেখ মুজিবের জামিন মঞ্জুর | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
২২শে এপ্রিল ১৯৬৬

ঢাকার মামলায় সেশন জজ কর্তৃক শেখ মুজিবের জামিন মঞ্জুর
(ষ্টাফ রিপাের্টার)

ঢাকার জেলা ও সেশন জজ জনাব এস, জে, এইচ সেকেন্দার গতকাল (বৃহস্পতিবার) পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ সভাপতি শেখ মুজিবর রহমানকে ৫ হাজার টাকা ও অনুরূপ অঙ্কের দুইজন জামিনদারের জামিনে মুক্তির আদেশ দেন।
পূর্বাহ্নে ঢাকার সদর দক্ষিণ মহকুমা হাকিম জনাব খােন্দকার আবদুল কাদেরের কোর্টে তিনি আত্মসমর্পণ করিয়া জামিনের আবেদন করিলে মহকুমা হাকিম উক্ত জামিনের আবেদন অগ্রাহ্য করিয়া তাহাকে আগামী ২৫শে এপ্রিল পর্যন্ত হাজত বাসের নির্দেশ দেন। প্রসঙ্গতঃ উল্লেখযােগ্য যে, গত ২০শে মার্চ ঢাকার পল্টন ময়দানে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ কর্তৃক আহূত জনসভায় আপত্তিকর বক্তৃতাদানের অভিযােগে পাকিস্তান দেশরক্ষা আইনের ৪৭ ধারামতে গত ১৭ই এপ্রিল তারিখে রমনা থানায় শেখ মুজিবের বিরুদ্ধে মামলা দায়ের করিয়া তাঁহার বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারি করা হয়। জনাব শেখ মুজিবর রহমানকে গত ১৮ই এপ্রিল খুলনা হইতে ঢাকা প্রত্যাবর্তন কালে ঐদিন ভােররাত্রে যশােরে গ্রেফতার করিয়া যশােরের মহকুমা হাকিমের নিকট হাজির করিলে তিনি তাঁহাকে জামিনে মুক্তি দিয়া ২১শে এপ্রিলের মধ্যে ঢাকার ম্যাজিষ্ট্রেট কোর্টে আত্নসমর্পণের নির্দেশ দেন। সেই মােতাবেক শেখ মুজিবর রহমান গতকাল ঢাকার সদর দক্ষিণ মহকুমা হাকিমের কোর্টে আত্নসমর্পণ করেন। আইনজীবী মেসার্স জহিরুদ্দীন, আবুল হােসেন, শাহ মােয়াজ্জেম হােসেন, খােন্দকার মাহাবুব হােসেন, মােহাম্মদ উল্লা, কাওসার আলী প্রমুখ জনাব শেখ মুজিবরের পক্ষে জামিনের আবেদন পেশ করেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব