সংবাদ
২৩শে এপ্রিল ১৯৬৬
সংবাদপত্রের প্রতি বিধি-নিষেধ
সাম্রাজ্যবাদী শাসনামলের জঘন্য দিনগুলির কথা স্মরণ করাইয়া দেয়
করাচী, ২১শে এপ্রিল (পি,পি,এ)। করাচী প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব খলিল আহমদ তিরমিজী গত মঙ্গলবার এখানে প্রদত্ত এক বিবৃতিতে বলেন যে, ঢাকায় কতিপয় সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করিয়া সরকার জনমত ও জনমত প্রকাশের মাধ্যমগুলির কণ্ঠরােধের অভিযােগ স্বীয় স্কন্ধে স্থাপন করিয়াছেন। “এই ধরনের কার্যকলাপ উপমহাদেশে বৃটিশ সাম্রাজ্যবাদের শাসনামলের জঘন্যতম দিনগুলির কথা স্মরণ করাইয়া দেয়।” বিবৃতিতে জনাব তিরমজী উল্লেখ করেন যে, ভুয়া অভিযােগে পূর্ব পাকিস্তানে বহুসংখ্যক রাজনৈতিক কর্মীকে আটক করা হইয়াছে। জনাব তিরমিজী শেখ মুজিবর রহমানের গ্রেফতারের তীব্র সমালােচনা করিয়া বলেন যে, এইসব ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সরকার শুধু পানি ঘােলা করিয়া চলিয়াছেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব