You dont have javascript enabled! Please enable it!

দৈনিক ইত্তেফাক
১৮ই এপ্রিল ১৯৬৬

ক্রয়মূল্যে লেভীর ধান বাজারে ছাড়িবার আহ্বান
ঢাকা জেলা আওয়ামী লীগের প্রস্তাব
(ষ্টাফ রিপাের্টার)

গতকাল (রবিবার) বিকাল ৩টায় ১৫নং পুরানা পল্টনে জেলা আওয়ামী লীগ সভাপতি জনাব শামসুল হকের সভাপতিত্বে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন মহকুমা হইতে আগত সকল সদস্য আলােচনায় অংশগ্রহণ করেন। সভায় দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি পর্যালােচনার পর কতিপয় গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়। সভায় এক প্রস্তাবে জেলার ৫টি মহকুমায় শেখ মুজিবর রহমান, জনাব তাজউদ্দীন আহমদ প্রমুখ আওয়ামী লীগ নেতাকে নিয়া ৫টি জনসভা অনুষ্ঠানের সিদ্ধান্ত করা হয়। প্রতি থানায় আওয়ামী লীগ কর্মীসভা ও জনসভা অনুষ্ঠানের সিদ্ধান্ত করা হয়। সম্প্রতি আওয়ামী লীগের গঠনতন্ত্র সংশােধনের পরিপ্রেক্ষিতে নরসিংদী শহর আওয়ামী লীগ গঠন করার ক্ষমতাদান করা হয়। সভার অপর একটি প্রস্তাবে প্রতি মহকুমা ও থানা আওয়ামী লীগ কর্মীদের প্রতি ২৭শে এপ্রিল শেরেবাংলার মৃত্যুবার্ষিকী প্রতিপালনের নির্দেশ দান করা হয়। সভায় জনাব হাবিবুল্লাহ বাহারের মৃত্যুতে শােক প্রকাশ করা হয়। এতদ্ব্যতীত সভায় খাদ্য শস্যের উধ্বমূল্যে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এই প্রস্তাবে সরকার কর্তৃক সংগৃহীত লেভীর ধান অবিলম্বে ক্রয়-মূল্যে খােলা বাজারে বিক্রি করার জন্য সরকারের প্রতি আবেদন জানান হয়।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!