You dont have javascript enabled! Please enable it!

দৈনিক পয়গাম
১৭ই এপ্রিল ১৯৬৬

৬-দফা প্রশ্নে মােকাবিলা সভা প্রসঙ্গ :
মুজিব কর্তৃক পৃথকভাবে বিবৃতি দানের জন্য ভুট্টোর বিস্ময় প্রকাশ

ঢাকা, ১৬ই এপ্রিল।-পররাষ্ট্র উজির জনাব জুলফিকার আলী ভুট্টো গত রাত্রে এখানে বলেন যে, তাঁহার সর্বাত্মক সহযােগিতা সত্ত্বেও আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমান ও তাহার মধ্যে বিতর্ক সভার আয়ােজন করা সম্ভব না হওয়ায় তিনি নিরাশ হইয়াছেন। সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে তিনি বলেন, বিস্তারিত আলাপ-আলােচনার পর উভয়পক্ষ এই ব্যাপারে একমত হন যে, সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ সভার আয়ােজন করা সম্ভব নয়। তিনি আরাে বলেন, যুক্তিসঙ্গত কারণে ১৭ই এপ্রিল সভা অনুষ্ঠান সম্ভব নয়, উভয়পক্ষ ইহা মানিয়া নিয়াছেন। সময়ের স্বল্পতার জন্য নির্ধারিত দিবসে সভা অনুষ্ঠান সম্ভব নয়, এই মর্মে উভয় পার্টির কর্মকর্তাদ্বয় একটি যুক্ত বিবৃতি প্রদান করিবেন। কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৃত ঘটনার সহিত সংগতিহীন একটি পৃথক বিবৃতি প্রদান করায় পররাষ্ট্র উজির বিস্ময় প্রকাশন করেন। -এ, পি, পি

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!