You dont have javascript enabled! Please enable it!

দৈনিক পয়গাম
১৪ই এপ্রিল ১৯৬৬

ঢাকায় চীনা নেতৃবৃন্দের গণ-অভ্যর্থনাকে শেখ সাহেব
বয়কট করিতেছেন কাহাদের মনস্তুষ্টির জন্য?
(ষ্টাফ রিপাের্টার)

বিগত সেপ্টেম্বর মাসে পাকিস্তানের উপর ভারতের বিশ্বাসঘাতক হামলার সময় আমাদের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব সংরক্ষণের ব্যাপারে সর্বাধিক সহযােগিতাদানকারী রাষ্ট্র মহাচীনের রাষ্ট্রনায়ক মিঃ লিউ শাও চি’র ঢাকা আগমনের সময় বিদেশী মুরব্বী গােষ্ঠির’ স্নেহ অর্জনের জন্য সম্ভবতঃ শেখ মুজিবর রহমান প্রাদেশিক রাজধানী হইতে “স্বেচ্ছা নির্বাসনের আয়ােজন করিয়াছেন।
লিউর ঢাকা আগমনের দিন (১৫ই এপ্রিল) শেখ মুজিবর তাঁহার দলবলসহ যশােরে অবস্থান করিবেন। চীনা নেতৃবৃন্দের ঢাকা ত্যাগের দিন (১৭ই এপ্রিল) শেখ সাহেব খুলনায় অবস্থান করিবেন। আওয়ামী লীগ দলবল ১৮ই এপ্রিল ঢাকা আগমন করিবেন বলিয়া জানা গিয়াছে।
পাকিস্তানের দুর্দিনের সর্বাধিক বিশ্বস্ত বন্ধু মহাচীনের রাষ্ট্রনায়কের পূর্ব পাকিস্তানে সফরের বিরুদ্ধে জনগণের ভয়ে প্রকাশ্যভাবে বিরূপ মনােভাব প্রকাশ করিতে অক্ষম হইয়া শেখ সাহেবের এই স্বেচ্ছা নির্বাসন কোন একটি বিশেষ শক্তিকে যে আনন্দিত করিতে পারিবে সম্পর্কে জনগণ নিঃসন্দেহ। সম্ভবতঃ সেজন্যই শেখ সাহেব ও তাহার দলবল পূর্ব পাকিস্তানের জনগণের এই হৃদয় উৎসারিত সম্বর্ধনা অনুষ্ঠান সুচতুরভাবে বয়কট করিয়াছে।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!