দৈনিক ইত্তেফাক
১৫ই এপ্রিল ১৯৬৬
ভুট্টো-মুজিব মােকাবিলা প্রসঙ্গে-
আগামী ১৭ই এপ্রিল ৬-দফা সম্পর্কে আলােচনার উদ্দেশ্যে জনসভা অনুষ্ঠানের ব্যাপারে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণের জন্য পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবর রহমানের নির্দেশ অনুযায়ী পূর্ব পাকিস্তান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজুদ্দিন আহমদ জনাব ভুট্টোর সঙ্গে যােগাযােগ স্থাপনের চেষ্টা করেন। এখানে উল্লেখযােগ্য যে, জনাব ভুট্টো ১৭ই এপ্রিল আলােচনার দিন ধার্য করার প্রস্তাব করেন এবং শেখ মুজিবর রহমান তাহা গ্রহণ করেন। আওয়ামী লীগ ও মুসলিম লীগের যুক্ত উদ্যোগে জনৈক হাইকোর্ট জজের সভাপতিত্বে আগামী ১৭ই এপ্রিল বিকাল ৪টায় ঢাকার আউটার ষ্টেডিয়ামে উপরিউক্ত জনসভা অনুষ্ঠানের জন্য আওয়ামী লীগ লিখিতভাবে প্রস্তাব করে। সভার জন্য অবিলম্বে যাহাতে প্রচারকার্য শুরু করা যায়, তজ্জন্য গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যার মধ্যে জনাব ভুট্টোকে সভার ব্যাপারে অনুমােদন দেওয়ার জন্য জনাব তাজুদ্দিন অনুরােধ জানান। সভা সম্পর্কে আলােচনার জন্য জনাব ভুট্টোর আমন্ত্রণক্রমে গতকাল (বৃহস্পতিবার) রাত্রি ৮-৩০টায় পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জহিরুদ্দিন ও পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজুদ্দিন আহমদ তাহার (জনাব ভুট্টোর) সঙ্গে সাক্ষাৎ করেন।
জনাব ভুট্টো ১৭ই এপ্রিল জনসভা অনুষ্ঠানের পুনরুল্লেখ করেন। তবে আজ (শুক্রবার) ১২-৩০টার পূর্বে জনসভার ব্যবস্থাদি চূড়ান্তভাবে অনুমােদনের ব্যাপারে অক্ষমতা জানান। অনেক বিলম্ব হইয়া গেলেও আওয়ামী লীগ আশা করে যে, আজ ১২-৩০টার মধ্যে জনাব ভুট্টো অবশ্যই তাহার অনুমােদনের খবর জানাইবেন এবং জনসভা অনুষ্ঠানের উপযুক্ত ব্যবস্থাদি গ্রহণের জন্য তাহার প্রভাব প্রতিপত্তি খাটাইবেন।
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব