You dont have javascript enabled! Please enable it!

আজাদ
১৫ই এপ্রিল ১৯৬৬

মুজিব-ভুট্টো চ্যালেঞ্জ সম্পর্কে ফরিদ আহমদ

মুজিব-ভূট্টো চ্যালেঞ্জ সম্পর্কে নেজামে এছলামের সাধারণ সম্পাদক জনাব ফরিদ আহমদ সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে বলেন যে, প্রস্তাবিত মুজিবভূট্টো মােকাবেলা সভা পাকিস্তানের রাজনীতিতে কিছুটা স্বস্তির পরিবেশ সৃষ্টি করিবে। তিনি বলেন যে, চ্যালেঞ্জকারীদের জানিয়া রাখা উচিত যে, আমাদের জাতীয় জীবনের পরিপ্রেক্ষিতে এই ধরনের মােকাবেলা সভার নাটকীয় পরিবেশ সৃষ্টি ছাড়া অপর কোন গুরুত্ব নাই।
তিনি বলেন যে, প্রাচীনকালে দুইটী দেশের সেনাবাহিনীর জেনারেলদের মধ্যে এই ধরনের দ্বৈতযুদ্ধ অনুষ্ঠীত হইত এবং এই দ্বৈতযুদ্ধের হার-জিতের উপর জাতীয় হার-জিত নির্ভর করিত। জনাব ফরিদ আহমদ বিবৃতিতে বলেন, জনাব ভূট্টো যখন এই চ্যালেঞ্জ গ্রহণ করেন তখন তিনি ভাল করিয়াই জানেন যে, এই দ্বৈতযুদ্ধে দ্বিধাহীনভাবে পরাজিত হইলেও উজীর সভা হইতে তাহার পদচ্যুতির কোন কারণ নাই। এমনকি তাহার চীফও ইহাকে একটি গৌরবময় বিজয় বলিয়া গ্রহণ করিবে না।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!