দৈনিক ইত্তেফাক
১৬ই এপ্রিল ১৯৬৬
‘সম্মুখসমরের’ উৎসুখ দর্শকদের নিরাশ করিয়া
অবশেষে জনাব ভুট্টোর রণে ভঙ্গ
পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানাইতেছেন যে, ৬-দফা সম্পর্কে আলােচনার জন্য ১৭ই এপ্রিলের জনসভার পদ্ধতি সম্পর্কে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে পূর্বদিন রাত্রের ব্যবস্থা মত গতকাল (শুক্রবার) ১২-৩০ টায় পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পদক জনাব জহিরুদ্দীন এবং পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজুদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী জনাব জেড, এ, ভুট্টোর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রাদেশিক শিল্পমন্ত্রী এবং পূর্ব পাকিস্তান পরিষদের সরকারী দলের নেতা দেওয়ান আব্দুল বাসিত, রাজস্বমন্ত্রী ও পূর্ব পাকিস্তান মুসলিম লীগ এডহক কমিটির সম্পাদক জনাব ফজলুল বারী এবং প্রাদেশিক শিক্ষামন্ত্রী জনাব আমজাদ হােসেনও এই সময়ে উপস্থিত ছিলেন। -(অসমাপ্ত)
সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব