You dont have javascript enabled! Please enable it!

দৈনিক ইত্তেফাক
১৩ই এপ্রিল ১৯৬৬

৬-দফা প্রশ্নে আপােষ নাই
-শেখ মুজিব

দিনাজপুর, ১১ই এপ্রিল। পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের প্রধান শেখ মুজিবর রহমান পূর্ব পাকিস্তানে কেন্দ্রীয় রাজধানী স্থাপনের বিনিময়ে ৬-দফা প্রত্যাহার করিতে সম্মত রহিয়াছেন বলিয়া পাবনায় বক্তৃতা দেওয়ার কথা অস্বীকার করেন। তিনি এই সম্পর্কে প্রকাশিত খবরের প্রতিবাদ করিয়া বলেন যে, ৬-দফা কর্মসূচীর প্রশ্নে কোন আপােষ চলিতে পারে না। শেখ মুজিব বলেন যে, পাবনার জনসভায় তিনি বলিয়াছিলেন যে, কেন্দ্রীয় রাজধানী ও সশস্ত্র বাহিনীর ৩টি শাখার সদর দফতর যদি পূর্ব পাকিস্তানে স্থাপিত হইত, তবে পশ্চিম পাকিস্তানের জনগণ ৬-দফা অথবা ততােধিক কঠোর কর্মসূচী গ্রহণ করিত। তিনি বলেন যে, ৬-দফা হইতেছে পূর্ব পাকিস্তানীদের বাঁচা-মরার প্রশ্ন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!