You dont have javascript enabled! Please enable it! 1966.04.13 | যশােরে শেখ মুজিবের জনসভা | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
১৩ই এপ্রিল ১৯৬৬

যশােরে শেখ মুজিবের জনসভা

যশাের, ১১ই এপ্রিল।-আগামী ১৫ই এপ্রিল বিকাল ৪টায় যশাের টাউন হল ময়দানে যশাের জেলা আওয়ামী লীগের উদ্যোগে ৬-দফার দাবীতে জনসভা অনুষ্ঠিত হইবে। পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবর রহমান, পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব জহীরুদ্দীন, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দীন আহমদ এবং আরও অনেকে উক্ত সভায় বক্তৃতা করিবেন।
শেখ মুজিবর রহমান এবং অন্যান্য আওয়ামী লীগ নেতা, এখানে আগমন করিলে তাহাদিগকে অভ্যর্থনা জ্ঞাপনের জন্য জনাব মসিউর রহমানকে চেয়ারম্যান ও জনাব রওশন আলীকে সম্পাদক করিয়া ৫০ জন সদস্য সম্বলিত একটি কমিটি গঠন করা হইয়াছে। নেতৃবৃন্দের আগমন উপলক্ষ করিয়া যশােরের জনসাধারণ ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হইয়াছে। – সংবাদদাতা

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব