You dont have javascript enabled! Please enable it! 1966.04.13 | শেখ মুজিবের প্রতি ভুট্টোর চ্যালেঞ্জের পুনরুল্লেখ | দৈনিক পয়গাম - সংগ্রামের নোটবুক

দৈনিক পয়গাম
১৩ই এপ্রিল ১৯৬৬

শেখ মুজিবের প্রতি ভুট্টোর চ্যালেঞ্জের পুনরুল্লেখ

ঢাকা, ১২ই এপ্রিল।-পররাষ্ট্র উজির জনাব জুলফিকার আলী ভুট্টো অদ্য রাত্রে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমানের প্রতি তাহার চ্যালেঞ্জের পুনরুক্তি করেন।
ঢাকা বিমানবন্দরে সাংবাদিকদের সহিত আলােচনা প্রসঙ্গে তিনি বলেন যে, তিনি শেখ মুজিবের সহিত তাহার পছন্দমত যে কোন বিষয়ের উপর সাধারণ মঞ্চে বিতর্কে অবতীর্ণ হইতে প্রস্তুত আছেন।
জনাব ভুট্টো গতমাসে এখানে পাকিস্তান মুসলিম লীগ পরিষদের অধিবেশনে বক্তৃতা দানকালে শেখ মুজিবের সহিত তাহার ছয় দফার উপর আলােচনা করার চ্যালেঞ্জ দান করিয়াছিলেন। -এ, পি, পি

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব