You dont have javascript enabled! Please enable it! 1966.04.11 | রংপুরে মুজিবের বক্তৃতা | আজাদ - সংগ্রামের নোটবুক

আজাদ
১১ই এপ্রিল ১৯৬৬

রংপুরে মুজিবের বক্তৃতা
(সংবাদদাতা প্রেরিত)

রংপুর ১০ই এপ্রিল।-আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমান গতকল্য এখানে এক বিরাট জনসভায় বক্তৃতাদানকালে বলেন যে, ছয় দফার বিরুদ্ধবাদীরা অনেক শক্তিশালী। সুতরাং যে কোন পরিণতির জন্য জনগণকে প্রস্তুত থাকিতে হইবে।
জনগণের বৃহত্তর স্বার্থের খাতিরে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাইয়া শেখ মুজিব বলেন, যাহারা আমাদিগকে বঞ্চিত করিয়াছে, আমাদের সংগ্রাম কেবলমাত্র তাহাদেরই বিরুদ্ধে। আমাদের সংগ্রামের মূলে কোন প্রকার আঞ্চলিকতার মনােভাব নাই।
ছয় দফাকে জনগণের মুক্তি সনদ হিসাবে আখ্যায়িত করিয়া আওয়ামী লীগ প্রধান বলেন যে, ইহা গােপন কিছু নহে। সকলের জন্য ৬ দফা প্রস্তাব উন্মুক্ত রহিয়াছে। যে কেহ উহার গুণাগুণ বিচার করিতে পারে।
বিশ্বাসঘাতকের কণ্ঠকে চিরতরে স্তব্ধ করিয়া দেওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব