You dont have javascript enabled! Please enable it! 1966.04.11 | মুজিবকে জেলে যাইতেই হইবে? | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

দৈনিক ইত্তেফাক
১১ই এপ্রিল ১৯৬৬

মুজিবকে জেলে যাইতেই হইবে?

লাহাের, ১০ই এপ্রিল।-জনাব মুজিবর রহমানকে জেলে যাইতেই হইবে; কারণ তাঁহার বিরুদ্ধে আদালতে কয়েক দফা ফৌজদারী মামলা চলিতেছে, তবে জেলে যাওয়ার পূর্বে তিনি রাজনৈতিক বীর বনিতে চাহেন।
পাকিস্তান মুসলিম লীগের বৈঠকে যােগদানের জন্য এখানে আগত পূর্ব পাকিস্তানী মন্ত্রীদের সম্মানার্থ লাহাের কপোরেশনের অন্যতম কাউন্সিলর মালিক মােহাম্মদ শফী কর্তৃক আয়ােজিত এক সম্বর্ধনা সভায় বক্তৃতা প্রসঙ্গে পূর্ব পাকিস্তানের শিল্প ও বাণিজ্যমন্ত্রী দেওয়ান আবদুল বাসেত গতকল্য উপরােক্ত মন্তব্য করেন। দেওয়ান বাসেত আরও বলেন যে, পূর্ব পাকিস্তানের জনগণ জনাব মুজিবর রহমানের ছয়-দফা সমর্থন করেন না। তিনি বলেন যে, জনগণের স্মৃতিশক্তি এত ক্ষীণ নহে। আদমজী জুট মিলের দাঙ্গা ও পূর্ব পাকিস্তান পরিষদের স্পীকারের হত্যার কথা আজও তাহাদের স্মরণ আছে। – এ,পি, পি

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব