You dont have javascript enabled! Please enable it! 1966.04.11 | বগুড়ায় শেখ মুজিব | দৈনিক পাকিস্তান - সংগ্রামের নোটবুক

দৈনিক পাকিস্তান
১১ই এপ্রিল ১৯৬৬

বগুড়ায় শেখ মুজিব

বগুড়া, ৯ই এপ্রিল (পিপিএ)। -পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের প্রেসিডেন্ট শেখ মুজিবর রহমান গতকল্য বলেন যে, “পাকিস্তানকে প্রকৃত শক্তিশালী করিয়া তােলাই” তাহার ছয় দফা দাবীর উদ্দেশ্য।
গতকল্য স্থানীয় এডওয়ার্ড পার্কে এক জনসভায় বক্তৃতা প্রসঙ্গে প্রাদেশিক আওয়ামী লীগ প্রধান ছয়দফা দাবীকে “অত্যন্ত যুক্তিসঙ্গত” বলিয়া আখ্যা প্রদান করেন।
শেখ মুজিবর রহমান বলেন যে, বর্তমানে সমস্ত পেশার জনগণই নিজেদের ভরণ-পােষণে অসুবিধার সম্মুখীন হইয়াছেন।
তিনি পাটচাষীদের সুযােগ-সুবিধা প্রদানের ও পূর্ব পাকিস্তানের প্রতিরক্ষা। ব্যবস্থা শক্তিশালী করার দাবী জানান।
বগুড়া জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট জনাব বি এস ইলিয়াস উক্ত সভায় সভাপতিত্ব করেন। সভায় বক্তৃতা করেন জনাব মিজানুর রহমান, জনাব তাজউদ্দীন আহমদ, জনাব নূরুল ইসলাম চেীধুরী ও শাহ মােয়াজ্জেম হােসেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব