You dont have javascript enabled! Please enable it! 1966.04.05 | আওয়ামী লীগের প্রাদেশিক কার্যকরী সংসদের ২৫ জন সদস্য মনােনীত | সংবাদ - সংগ্রামের নোটবুক

সংবাদ
৫ই এপ্রিল ১৯৬৬

আওয়ামী লীগের প্রাদেশিক কার্যকরী সংসদের ২৫ জন সদস্য মনােনীত
(নিজস্ব বার্তা পরিশেক)

পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ সভাপতি জনাব শেখ মুজিবর রহমান। নিম্নলিখিত ২৫ জনকে প্রাদেশিক কার্যকরী সংসদের সদস্য হিসাবে মনােনীত করিয়াছেনঃ
মওলানা আবদুর রশীদ তর্কবাগীশ, জনাব জহিরুদ্দিন, এম,এম, সামাদ, আবদুর রহমান, খন্দকার মােশতাক আহমদ, এম, এ আজীজ, মােঃ নুরুল হক এম,পি,এ, মােল্লা জালাল উদ্দিন আহমদ, মােঃ সামসুল হক, শেখ আবদুল আজিজ, মােমিন উদ্দিন আহমদ, সাদ আহমদ, এম, এ রশীদ (প্রাক্তন এম, এন, এ), রহিমউদ্দিন আহমদ, মােঃ রওশন আলী, আমজাদ হােসেন (প্রাক্তন এম,এন,এ), রফিক উদ্দিন ভূইয়া, এ, কে, মুজিবর রহমান, এল, ডবলিউ লকিতুল্লাহ, অধ্যাপক ইউসুফ আলী, মতিউর রহমান, গাজী গােলাম মােস্তফা, আবদুল মােমিন তালুকদার, জালাল উদ্দিন খান, ও আবদুর রশীদ (প্রাক্তন এম পি এ)। জাতীয় পরিষদ ও প্রাদেশিক পরিষদ আওয়ামী লীগ দলীয় নেতা শাহ আজিজুর রহমান ও আবদুল মালেক উকিল পদাধিকারবলে কার্যকরী সংসদের সদস্য হইবেন।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব