You dont have javascript enabled! Please enable it!

দৈনিক ইত্তেফাক
৫ই এপ্রিল ১৯৬৬

এবার কেন্দ্রীয় মন্ত্রী জনাব আলতাফ হােসেন বলেন-
মুজিবের ৬-দফা পূর্ব পাকিস্তানের “দাসত্বেরই কর্মসূচী”

করাচী, ৪ঠা এপ্রিল।- কেন্দ্রীয় শিল্পমন্ত্রী জনাব আলতাফ হােসেন অদ্য আওয়ামী লীগ নেতা শেখ মুজিবর রহমানের ৬-দফা কর্মসূচীকে পূর্ব পাকিস্তানের জন্য “গােলামীর কর্মসূচী” বলিয়া অভিহিত করেন। অদ্য এখানে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে জনাব আলতাফ হােসেন আওয়ামী লীগ নেতার কর্মসূচীর বিরুদ্ধে কঠোর ভাষায় আক্রমণ চালাইয়া জনাব আলতাফ হােসেন বলেন, “ইহা (৬-দফা কর্মসূচী) ব্যর্থতায় পর্যবসিত হইয়াছে কারণ পূর্ব পাকিস্তানের জনগণ মুজিবের জাল জিনিস ক্রয় করিতেছে না।” এই প্রসঙ্গে মন্ত্রীমহােদয় সরকার যে দেশের দুই অঞ্চলের মধ্যকার অথনৈতিক বৈষম্য দূরীকরণের জন্য চেষ্টা করিতেছেন তাহা প্রমাণের জন্য পরিসংখ্যান উদ্ধৃত করেন। এক পর্যায়ে জনৈক সাংবাদিক মন্ত্রীকে জিজ্ঞাসা করেন, এই গুলী (পরিসংখ্যান) কি মুজিবকে সন্তুষ্ট করার পক্ষে আপনি যথেষ্ট মনে করেন না? জবাবে জনাব আলতাফ হােসেন বলেন যে, কোন কিছুই মুজিবকে সন্তুষ্ট করিতে পারিবে না। -এপিপি

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব