You dont have javascript enabled! Please enable it!

আজাদ
৬ই এপ্রিল ১৯৬৬

শেখ মুজিবের ব্যাপক সফরসূচী
(ষ্টাফ রিপাের্টার)

পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবর রহমান ফরিদপুরসহ রাজশাহী ও খুলনা বিভাগের সাতটি জেলা সফরের জন্য আগামীকাল বৃহস্পতিবার মােটরযােগে পাবনার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করিবেন। আওয়ামী লীগ নেতা সফরকালে পাবনা, বগুড়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী, ফরিদপুর, যশাের ও খুলনার জনসভায় ভাষণদান করিবেন।
জনাব শেখ মুজিবরের সহিত প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ এবং অন্যান্য সদস্যও সফর করিবেন বলিয়া জানানাে হয়েছে।

সূত্র: সংবাদপত্রে বঙ্গবন্ধু তৃতীয় খণ্ড: ষাটের দশক॥ দ্বিতীয় পর্ব

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!